Wednesday, December 3, 2025

দিল্লি দখলের লড়াইয়ে পরাস্ত কেজরি, আইনে পরিণত হল ‘আমলা বিল’

Date:

Share post:

লোকসভার এবং রাজ্যসভাতেও বিতর্কিত আমলা বিল পাশ হয়ে যাওয়ায় পর তা আইনে পরিণত হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। এবার তাতে অনুমোদন দিয়ে দিলেন দেশের রাষ্ট্রপতি(President) দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu)। ফলে আইনে পরিণত হল বিতর্কিত দিল্লি অর্ডিন্যান্স বিল। ফলস্বরুপ দিল্লি দখলের লড়াইয়ে পরাস্ত হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গত ১ আগস্ট বিলটি সংসদে পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। লোকসভায় পাশ হওয়ার পরে রাজ্যসভায় এই বিলটি পেশ হয়েছিল গত সোমবার রাতে। তবে রাজ্যসভায় এই বিল আটকাতে তৎপর ছিল ‘ইন্ডিয়া জোট’। কিন্তু অঙ্কের হিসেবে সহজেই পাশ হয়ে যায় বিলটি। বিলের পক্ষে ভোট দেন ১৩১ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়ে ১০১টি। এবার সেই বিলে রাষ্ট্রপতির সাক্ষরের সঙ্গেই তা পরিণত হল আইনে।

উল্লেখ্য, সেই ২০১৮ সাল থেকে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি (Delhi) সরকারের সীমাবদ্ধতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই করছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। সেই মামলায় ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ গঠন হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, উপরাজ্যপাল নয়, আসল প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই। সুপ্রিম নির্দেশের পরই The Government of CNCT of Delhi (Amendment) ordinance শীর্ষক একটি অধ্যাদেশ আনে কেন্দ্র। গঠন করা হয় ‘ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি’। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট, ১৯৯১-কে সংশোধন করে এই অধ্যাদেশ আনে মোদি সরকার।

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...