Monday, November 10, 2025

নৈরাজ্যের কাছে মাথা নত বিজেপির: মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ বিলের তীব্র বিরোধিতা মমতার

Date:

Share post:

দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত কেন্দ্রীয় বিলের প্রতিবাদে সরব হয়ে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের এহেন বিল দেশের নির্বাচনকে ‘পক্ষপাতদুষ্ট’ করার ষড়যন্ত্র বলে উল্লেখ করে, মমতার অভিযোগ, বিচার ব্যবস্থার পরিবর্তে নৈরাজ্যের কাছে মাথা নত করছে বিজেপি সরকার।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে তিন সদস্যের কমিটি। যেখানে প্রধানমন্ত্রী নেতৃত্বে বাকি দুই সদস্য হলেন প্রধান বিচারপতি ও বিরোধী দলনেতা। তবে ৩ সদস্যের কমিটিতে দেশের প্রধান বিচারপতির পরিবর্তে আনা হচ্ছে প্রধানমন্ত্রীর পছন্দমত মন্ত্রিসভার কোন একজন সদস্যকে। এরই প্রতিবাদে এদিন গর্জে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তোপ দেগে তিনি লেখেন, “বিচার ব্যবস্থার কাছে মাথা নত করার পরিবর্তে নৈরাজ্যের কাছে মাথা নত করেছে বিজেপি!” একই সঙ্গে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার নিয়োগে তিন সদস্যের কমিটিতে প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রধান বিচারপতির পরিবর্তে একজন মন্ত্রিসভার সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। ওদের এই ধরনের প্রস্তাবের কারণ হল ওদের নির্বাচনী কারচুপি বাধাপ্রাপ্ত হচ্ছে।” এই সিদ্ধান্তের বিরুদ্ধে গোটা দেশকে প্রতিবাদে সরব হওয়ার আবেদন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “ভারতকে প্রশ্ন তুলতে হবে বিচার বিভাগের প্রতি এমন নির্লজ্জ অবহেলা কেন! ওরা কি দেশের বিচার বিভাগকে মন্ত্রী-চালিত ‘ক্যাঙ্গারু কোর্টে’ পরিণত করতে চাইছে? আমরা ভারতের জন্য বিচার বিভাগের কাছে প্রার্থনা করি। হে ঈশ্বর, আমাদের দেশকে বাঁচান!”

প্রসঙ্গত, কেন্দ্রের মোদি সরকারের আনা এহেনো বিলের বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ প্রধানমন্ত্রী চাইছেন মুখ্য নির্বাচন কমিশনার পদে নিজের পছন্দের কেউ যাতে জাতীয় নির্বাচনে বিজেপি বাড়তি সুবিধা পেতে পারে। তাই প্রধান বিচারপতিকে সরিয়ে সেই আসনে মন্ত্রিসভার কোন সদস্যকে বসানো হলে সহজেই নিজের পছন্দের ব্যক্তিকে কমিশনার পদে বসানো সম্ভব। নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থার এমন দুর্গতি আটকাতে তৎপর দেশের সব বিরোধী রাজনৈতিক দল। এরই প্রতিবাদে শনিবার টুইটারে সরব হয়ে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...