Monday, May 19, 2025

আজ মরশুমের প্রথম বড় ম‍্যাচ, কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ?

Date:

Share post:

আজ মরশুমের প্রথম ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট। মরশুমের প্রথম বড় ম‍্যাচ নিয়ে উত্তেজনার পারদ ফুটছে। নয়ে নয় করতে মরিয়া সবুজ মেরুন। ওপর দিকে নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ।

মরশুমের প্রথম বড় ম‍্যাচ, তার আগে শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের সেরা অস্ত্র ক্লেইটন সিলভা। কুয়াদ্রাত ব্রাজিলীয় স্ট্রাইকারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন, ডার্বি ম্যাচের দিন সকালে এলে তাঁকে ব্যবহারও করতে পারেন। এখন দেখার লাল-হলুদের স্পেনীয় কোচ বিকেলে ব্যবহার করেন কিনা, তার হাতের অন্যতম সেরা অস্ত্রকে। দলের সঙ্গে যোগ দিয়েছেন অ্যান্তোনিও পারদো লুকাস ও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসি। যদিও শোনা যাচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকেই খেলতে পারেন ক্রেসপো এবং সিভেরীও। গোলে থাকতে পারেন প্রভসুকান সিং গিল। নাওরেম মহেশ সিং শুরু থেকেই খেলবেন। অভিজ্ঞ মন্দার রাও দেশাইকেও দলে রাখবেন কোচ কার্লোস কুয়াদ্রাত। খেলতে পারেন হরমনজ্যোত সিং খাবরা স্পেনের বোরহা ইস্টবেঙ্গলের সম্পদ হতে পারেন। ডুরান্ডে ফুটবলারদের ম্যাচ ফিটনেস দেখে নেওয়ার চেষ্টা করবেন কার্লেস কুয়াদ্রাত। সেই সঙ্গে তরুণদের প্রমাণের মঞ্চও বটে।

মোহনবাগানের হয়ে সুহেল ভাট, অনিরুদ্ধ থাপা, আনোয়ার, গ্লেন মার্টিনস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ইস্টবেঙ্গলের বিপক্ষে।  জুয়ান ফেরান্দোর দলে মাঝমাঠের দায়িত্বে থাকবেন হুগো বৌমোস। গত মরশুমে মোহনবাগানের জয়ের অন্যতম বড় কান্ডারি ছিলেন তিনি। এই মরশুমেও দলে রয়েছেন। ভারতীয় ফুটবলে যত বিদেশি মিডফিল্ডার রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম সেরা ব‍্যমোস। ভারতীয় ফুটবলে দীর্ঘ দিন ধরে খেলছেন। ডিফেন্স চেরা পাস বাড়াতে পারেন, তেমনই গোল করতে পারেন। এ বার ডুরান্ডে একটি গোলও করেছেন তিনি। এবার ডার্বিতে তিনি গোল করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

হুগো বৌমোসের পাশাপাশি অনিরুদ্ধ থাপা দারুণ ছন্দে রয়েছেন। দলের দুই উইঙ্গার হিসেবে দেখা যাবে লিস্টন কোলাসো ও সাহাল আব্দুল সামাদকে। লিস্টন এই মরশুমে দারুণ ছন্দে রয়েছেন। গত মরশুমে ভালো খেলতে না পারলেও এই মরশুমে দারুণ ছন্দে তিনি। ডুরান্ডের প্রথম দুই ম্যাচে সেটা দেখা গিয়েছে। বাঁ প্রান্ত ধরে আক্রমণের দায়িত্ব থাকবে তাঁর হাতে। প্রয়োজনে গোলও করতে পারেন। এদিকে মরশুমের প্রথম বড় ম‍্যাচে থাকতে পারেন জেসন ক‍্যামিন্স। ডার্বিতে অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপরকে নামাবেন কী না তা ধোঁয়াশায় রেখেছেন জুয়ান।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ :
প্রভসুখন গিল ( গোলকিপার ), জর্ডন এলসেই, গুরসিমরত সিং, হরমনজিত সিং খাবরা, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ সিং, নন্দকুমার, ভানলাল পেকা, জ্যাভিয়ের সীভেরিও, ক্লেটন সিলভা, জোস অ্যান্তোনিও পেদ্রো লুকাস

মোহনবাগানের সম্ভাব্য একাদশ :
বিশাল কাইথ ( গোলকিপার), আশিস রাই, আনোয়ার আলী, ব্রেন্ডন হ্যামিল, অনিরুদ্ধ থাপা, হুগো বৌমোস , লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, জেসন ক‍্যামিন্স, শুভাশিস বোস, গ্লেন মার্টিন্স।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা...