Tuesday, May 20, 2025

কেদারনাথ যাওয়ার পথে ভ.য়াবহ দু.র্ঘটনা! ভূমিধসে মর্মান্তিক পরিণতি ৫ তীর্থযাত্রীর

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেই বৃষ্টিতেই ধস নেমে অবরুদ্ধ একাধিক রাস্তা। বিপর্যস্ত জনজীবন। রাস্তা জুড়ে ভর্তি হয়ে রয়েছে পাথরের স্তূপ। আর সেই যাত্রাপথেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ধস নামে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় ৫ তীর্থযাত্রীর। শুক্রবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা হলেও শনিবার এই ঘটনার কথা সামনে এসেছে।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপ্রয়াগ জেলার তারসালি এলাকায় ধসের জেরে রাস্তায় পাথরের স্তূপ তৈরি হয়ে যায়। সেই সময়ই সেখান দিয়ে একটি তীর্থযাত্রী বোঝাই গাড়ি কেদারনাথে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আচমকাই প্রবল ঝড়বৃষ্টির জেরে তারসালি এলাকায় রাস্তায় ধস নামে। আর তার জেরেই হাইওয়ের প্রায় ৬০ মিটার এলাকা বিধ্বস্ত হয়ে পড়ে। আর সেই সময়ই সেখানে চাপা পড়ে গাড়িটি। হুড়মুড়িয়ে পাহাড় থেকে পাথর, মাটি এসে পড়ে তীর্থযাত্রীদের গাড়ির উপর। তার জেরেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে তিন জন গুজরাটের বাসিন্দা। বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যহত হলে শুক্রবার দেহগুলি উদ্ধার করা হয়।

দুর্ঘটনার জেরে শুক্রবার কেদারনাথ যাওয়ার সংযোগকারী রাস্তা গুপ্তকাশী-গৌরীকুণ্ডের হাইওয়ে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, হাইওয়ের ৬০ মিটার রাস্তা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই বেহাল অবস্থা উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায়। জলমগ্ন একাধিক এলাকা। ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর তারমধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

 

 

spot_img

Related articles

আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রীর

গত রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক আলুচাষীই ক্ষতিগ্রস্ত হন। বাংলার শস্য বীমা প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস...

ইডেন নয় আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদে, ঘোষণা বোর্ডের

সমস্ত জল্পনার অবসান। ইডেনে নয়, এবারের আইপিএলের ফাইনাল আহমেদাবাদেই। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনাটা চলছিল। সিএবির তরফে...

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...

আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের...