Tuesday, November 4, 2025

কেদারনাথ যাওয়ার পথে ভ.য়াবহ দু.র্ঘটনা! ভূমিধসে মর্মান্তিক পরিণতি ৫ তীর্থযাত্রীর

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেই বৃষ্টিতেই ধস নেমে অবরুদ্ধ একাধিক রাস্তা। বিপর্যস্ত জনজীবন। রাস্তা জুড়ে ভর্তি হয়ে রয়েছে পাথরের স্তূপ। আর সেই যাত্রাপথেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ধস নামে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় ৫ তীর্থযাত্রীর। শুক্রবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা হলেও শনিবার এই ঘটনার কথা সামনে এসেছে।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপ্রয়াগ জেলার তারসালি এলাকায় ধসের জেরে রাস্তায় পাথরের স্তূপ তৈরি হয়ে যায়। সেই সময়ই সেখান দিয়ে একটি তীর্থযাত্রী বোঝাই গাড়ি কেদারনাথে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আচমকাই প্রবল ঝড়বৃষ্টির জেরে তারসালি এলাকায় রাস্তায় ধস নামে। আর তার জেরেই হাইওয়ের প্রায় ৬০ মিটার এলাকা বিধ্বস্ত হয়ে পড়ে। আর সেই সময়ই সেখানে চাপা পড়ে গাড়িটি। হুড়মুড়িয়ে পাহাড় থেকে পাথর, মাটি এসে পড়ে তীর্থযাত্রীদের গাড়ির উপর। তার জেরেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে তিন জন গুজরাটের বাসিন্দা। বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যহত হলে শুক্রবার দেহগুলি উদ্ধার করা হয়।

দুর্ঘটনার জেরে শুক্রবার কেদারনাথ যাওয়ার সংযোগকারী রাস্তা গুপ্তকাশী-গৌরীকুণ্ডের হাইওয়ে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, হাইওয়ের ৬০ মিটার রাস্তা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই বেহাল অবস্থা উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায়। জলমগ্ন একাধিক এলাকা। ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর তারমধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...