Monday, December 22, 2025

ডার্বি হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

নয়ে নয় হলো না। দীর্ঘ সাড়ে চার বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের। শনিবার ডুরান্ড কাপে মরশুমের প্রথম বড় ম‍্যাচে লাল-হলুদের কাছে ১-০ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। দলে একাধিক তারকা ফুটবলার। কিন্তু শনিবার লাল-হলুদের সামনে দাঁড়াতেই পারেনি জেসন ক‍্যামিন্স, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপারা। তবে এই হারকে বড় করে দেখতে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। ফেরান্দোর কথা তাঁর পাখির চোখ এএফসি কাপ।

ম‍্যাচের পর ফেরান্দো বলেন,”সমর্থকদের জন্যে এই ফলাফল দেখে খারাপ লাগছে। কিন্তু আমার কাছে খুব একটা হতাশার জায়গা নেই। কাল থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করতে হবে। প্রতিদিন নিজেদের উন্নতি করতে হবে। আমি একেবারেই ভেঙে পড়ছি না। এএফসি কাপে ভাল খেলাই আমাদের লক্ষ্য। আগামী বুধবার সেই লক্ষ্যে নামতে হবে আমাদের।”

তবে ডার্বি হারলেও দলের খেলায় খুশি জুয়ান। এই নিয়ে তিনি বলেন,” রক্ষণের সামান্য ভুলে গোল খেয়েছি। তবে এটা বার বার বলছি, এটা প্রাক মরশুম প্রস্তুতির সময়। খেয়াল করলে দেখবেন, ম্যাচের অনেকটা সময় আমরা শাসন করেছি। বিপক্ষকে নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য ভাল খেলতে পারিনি।”

লাল-হলুদের প্রশংসা করে জুয়ান বলেন,” ওরা সত্যিই ভাল খেলেছে। ইস্টবেঙ্গলের থেকে এরকমই লড়াই প্রত্যাশা করেছিলাম। ওরা ডুরান্ড কাপে ভাল ফল করার লক্ষ্যে এসেছে। তাই এরকম লড়াই দেখতে পেয়ে ভাল লেগেছে। নন্দর গোলটাও ভাল। ওকে আগেও এরকম গোল করতে দেখেছি।”

এদিকে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ। পরপর ম‍্যাচ মোহনবাগানের। ফুটবলারদের ক্লান্তি ভাবায় ফেরান্দোকে। এই নিয়ে বাগান কোচ বলেন,” ভেবে দেখুন, দু’দিন পরেই আমাদের কলকাতা লিগে ম্যাচ। তার দু’দিন পরে এএফসি কাপ। তার পরেই আবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। এত গুলো ম্যাচে খেলানোর জন্যে ফুটবলার খুঁজে পাওয়াও মুশকিল। সবাইকে সব ম্যাচে খেলানো যাবে না। তাই ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে খেলাতে হবে। এত কিছুর পরেও বলছি, আমাদের আসল লক্ষ্য এএফসি কাপ।”

আরও পড়ুন:ফুটবলের মতো এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও লাল কার্ড!

 

 

 

spot_img

Related articles

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...