Monday, August 25, 2025

যাদবপুরের পরে বিশ্বভারতী, ছাত্রীর পোস্ট ঘিরে তুমুল শোরগোল স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ছাত্র রহস্যমৃত্যু নিয়ে শোরগোলের মধ্যেই আরেক বিখ্য়াত বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের ঘটনা নিয়ে তোলপাড় স্যোশাল মিডিয়া (Scocial Media)। বিশ্বভারতীর এক ছাত্রী একটি ফেসবুক পেজে পোস্ট (Facebook Page Post) করেন “এখানে পড়তে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু আর টিকতে পারছি না। শারীরিক আর মানসিক দু’দিক দিয়েই নির্যাতনের শিকার আমি।“ যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। তবে, ওই ছাত্রী যে অভিযোগ করেছেন তা যদি সত্য হয়, তাহলে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক।

ফেসবুকের ভি বি কনফেশন্স (VB Confession) নামের একটি পেজ বেশ জনপ্রিয়। সেখানে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও কিছু কথা তাঁরা প্রকাশ্যে বলতে পারেন না, সেটা তুলে ধরেন। সেখানেই শুক্রবার এক ছাত্রী নিজের অভিজ্ঞতার প্রকাশ করতেই বিশ্বভারতীতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে। ওই ছাত্রী লেখেন,
‘‘এখানে পড়তে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু আর টিকতে পারছি না। শারীরিক আর মানসিক দু’দিক দিয়েই নির্যাতনের শিকার আমি। এতদিন ভয়ে মুখ খুলতে পারিনি। আজকে বাধ্য হয়ে এখানেই লিখলাম। সেকেন্ড ইয়ার থেকে শারীরিকভাবে কয়েকজন শিক্ষকের শিকার আমি। কোনওদিন বলতে পারিনি। আজকে বলতে বাধ্য হলাম। কারণ আমি আর পারছি না। শান্তিনিকেতনে পড়তে আসা আমার জীবনে যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বেশিদিন হয়তো টিকতে পারবো না। মা-বাবা আর আমার এক ভাই আছে। তাঁদের জন্যই আমি এখনও যে বেঁচে আছি। কিন্তু এই শারীরিক নির্যাতন আমায় শেষ করে দিয়েছে।’‘

ওই পোস্ট ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের হেনস্থা কর্তৃপক্ষ বরদাস্ত করে না। ফেসবুকের অভিযোগ দেখে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে, অভিযোগ করলে কড়া পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যাপক রাজর্ষি রায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন গবেষণারত এক ছাত্রী। অভিযোগ, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। শান্তিনিকেতন থানায় নির্যাতিতা অভিযোগের ভিত্তিতে রাজর্ষিকে অধ্যাপককে গ্রেফতার বর্তমানে জামিনে মুক্ত ওই অধ্যাপক। সঙ্গীত ভবনের এক অধ্যাপকের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ তোলেন ওই ভবনের এক প্রাক্তন ছাত্রী। শান্তিনিকেতন থানায় অভিযোগ করার পর থেকেই পলাতক অভিযুক্ত অধ্যাপক। এই পরিস্থিতে এক ছাত্রীর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ সামনে আসতেই উদ্বিগ্ন অভিভাবকরা। এই পোস্টের প্রেক্ষিতে বিশ্বভারতীয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে সেটাই দেখার।

 

 

 

 

 

spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...