যাদবপুরের পরে বিশ্বভারতী, ছাত্রীর পোস্ট ঘিরে তুমুল শোরগোল স্যোশাল মিডিয়ায়

ফেসবুকের ভি বি কনফেশন্স (VB Confession) নামের একটি পেজ বেশ জনপ্রিয়। সেখানে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও কিছু কথা তাঁরা প্রকাশ্যে বলতে পারেন না, সেটা তুলে ধরেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ছাত্র রহস্যমৃত্যু নিয়ে শোরগোলের মধ্যেই আরেক বিখ্য়াত বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের ঘটনা নিয়ে তোলপাড় স্যোশাল মিডিয়া (Scocial Media)। বিশ্বভারতীর এক ছাত্রী একটি ফেসবুক পেজে পোস্ট (Facebook Page Post) করেন “এখানে পড়তে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু আর টিকতে পারছি না। শারীরিক আর মানসিক দু’দিক দিয়েই নির্যাতনের শিকার আমি।“ যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। তবে, ওই ছাত্রী যে অভিযোগ করেছেন তা যদি সত্য হয়, তাহলে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক।

ফেসবুকের ভি বি কনফেশন্স (VB Confession) নামের একটি পেজ বেশ জনপ্রিয়। সেখানে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও কিছু কথা তাঁরা প্রকাশ্যে বলতে পারেন না, সেটা তুলে ধরেন। সেখানেই শুক্রবার এক ছাত্রী নিজের অভিজ্ঞতার প্রকাশ করতেই বিশ্বভারতীতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে। ওই ছাত্রী লেখেন,
‘‘এখানে পড়তে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু আর টিকতে পারছি না। শারীরিক আর মানসিক দু’দিক দিয়েই নির্যাতনের শিকার আমি। এতদিন ভয়ে মুখ খুলতে পারিনি। আজকে বাধ্য হয়ে এখানেই লিখলাম। সেকেন্ড ইয়ার থেকে শারীরিকভাবে কয়েকজন শিক্ষকের শিকার আমি। কোনওদিন বলতে পারিনি। আজকে বলতে বাধ্য হলাম। কারণ আমি আর পারছি না। শান্তিনিকেতনে পড়তে আসা আমার জীবনে যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বেশিদিন হয়তো টিকতে পারবো না। মা-বাবা আর আমার এক ভাই আছে। তাঁদের জন্যই আমি এখনও যে বেঁচে আছি। কিন্তু এই শারীরিক নির্যাতন আমায় শেষ করে দিয়েছে।’‘

ওই পোস্ট ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের হেনস্থা কর্তৃপক্ষ বরদাস্ত করে না। ফেসবুকের অভিযোগ দেখে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে, অভিযোগ করলে কড়া পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যাপক রাজর্ষি রায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন গবেষণারত এক ছাত্রী। অভিযোগ, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। শান্তিনিকেতন থানায় নির্যাতিতা অভিযোগের ভিত্তিতে রাজর্ষিকে অধ্যাপককে গ্রেফতার বর্তমানে জামিনে মুক্ত ওই অধ্যাপক। সঙ্গীত ভবনের এক অধ্যাপকের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ তোলেন ওই ভবনের এক প্রাক্তন ছাত্রী। শান্তিনিকেতন থানায় অভিযোগ করার পর থেকেই পলাতক অভিযুক্ত অধ্যাপক। এই পরিস্থিতে এক ছাত্রীর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ সামনে আসতেই উদ্বিগ্ন অভিভাবকরা। এই পোস্টের প্রেক্ষিতে বিশ্বভারতীয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে সেটাই দেখার।

 

 

 

 

 

Previous articleজে.লে কাপ্তান! পার্লামেন্ট ভেঙে পাকিস্তানে শুরু নির্বাচনের তোড়জোড়
Next articleজে.লে জেরবার ইমরান, কেমন কাটছে কাপ্তানের বন্দিদশা!