Monday, December 22, 2025

বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস: দেশভাগের অতীত স্মরণে ১৪ আগস্ট পালন মোদির

Date:

Share post:

স্বাধীনতা দিবস(independence day) পালনের আগে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দেশভাগের হিংসা দেখেছিল ভারত। এই দিন জন্ম নেয় এক নয়া রাষ্ট্র পাকিস্তান(Pakistan)। দেশভাগের সেই ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল পাঞ্জাব ও বাংলায়। এই দুই প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশরা। যার ফলস্বরূপ ভ্রাতৃঘাতী দাঙ্গা, অনাহার অর্ধাহারে মৃত্যু হয় শত শত মানুষের। তবে ভয়াবহ সেই ক্ষত সরকারিভাবে কখনো পালিত হয়নি দেশে। এবার সেই বিভীষিকাময় দিনে নিহতদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(NarendraModi)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোমবার এক বার্তায় সেই সময় নিহতদের স্মরণ করলেন। পাশাপাশি ভারত সরকারের উদ্যোগে দিনটি ‘বিভাজন বিভীষিতা স্মৃতি দিবস হিসাবে পালিত হচ্ছে। মোদি সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৪ অগাস্টকে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ বা দেশভাগের ভয়াবহ স্মরণ দিবস (Partition Horrors Remembrance day) হিসাবে স্মরণ করা হবে। স্মরণ করা হবে দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন। অতীতের সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশভাগের ফলে সৃষ্ট বিবেকহীন ঘৃণা এবং হিংসার কারণে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং অনেকে প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সামাজিক বিভেদ, বৈষম্যের বিষ অপসারণ এবং ঐক্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক ক্ষমতায়নের চেতনাকে আরও জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে এই দিনটি স্মরনের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতেও পালিত হচ্ছে বিশেষ এই দিন। ১৪ ই আগস্টের স্মৃতি স্মরণ করে দিনটি পালন করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও দিনটি পালিত হচ্ছে। সরকারি প্রচার সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো সোমবার দেশভাগের সময়কার ছবি প্রকাশ করেছে।

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...