শুটিং সেটে মাথায় চো.ট! তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন সঞ্জয় দত্ত

অ্যাকশন সিন শ্যুট করতে গিয়ে গুরুতর আহত হলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, থাইল্যান্ডে (Thiland) ‘ডাবল ইস্মার্ট’ ছবির শ্যুটিং চলছিল। সেই সময়েই তরবারি যুদ্ধের দৃশ্য শ্যুট করতে গিয়েই আহত হন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেশ কয়েকটা সেলাই পড়ে তাঁর মাথায়।

যদিও আঘাত পাওয়ার পরে শ্যুটিং বন্ধ রাখেননি অভিনেতা। ওই দিন বিশ্রাম নিয়েই পরদিন থেকে ফের শ্যুট শুরু করেন তিনি। জগন্নাথ পুরীর পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। সব ঠিক থাকলে ২০২৪ সালের মার্চ মাসে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন- নিট পরীক্ষায় অকৃতকার্য হয়ে আ.ত্মঘাতী পড়ুয়া, পুত্রশোকে চরম সিদ্ধান্ত নিল বাবাও