Tuesday, August 26, 2025

হাওয়াইয়ের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৯, বাইডেনের ‘দায়সারা’ মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

হাওয়াইয়ের মাউই দ্বীপের ভয়ংকর দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৯ জন। যদিও পুড়ে যাওয়া এলাকাগুলোর ২৫ শতাংশ অংশেই তল্লাশি সম্পন্ন করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ৭৫ শতাংশ অংশে এখনো উদ্ধার কাজ বাকি। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা অনুমান করে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। এদিকে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করা হলে তিনি এ বিষয়ে কোনো উত্তর দিতে চাননি। ‘নো কমেন্ট’, বলে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান মার্কেট প্রেসিডেন্ট। ভয়ংকর বিপর্যয়ে রাষ্ট্রপতির এমন দায়সারা মন্তব্যে ক্ষুব্ধ আমেরিকাবাসী। প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও এখনো ওই এলাকা পরিদর্শনে যাননি। এমনকি সেখানে যাওয়ার কোনও পরিকল্পনা তার নেই বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে বেড়েছে ক্ষোভ।

গত মঙ্গলবার মাউইর ঐতিহাসিক শহর লাহাইনায় ছড়িয়ে পড়া দাবানলে ব্লকের পর ব্লক পুড়ে ছাই হয়ে যায়। শহরের বাইরে তৃণভূমিতে প্রথম দাবানল শুরু হয়েছিল। হাওয়াইয়ের পাশ দিয়ে যাওয়া একটি হারিকেন থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১২৮ কিলোমিটার বেগে ধেয়ে আসা বাতাসের তোড়ে শুষ্ক তৃণভূমিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন জানিয়েছেন, এক পর্যায়ে তাপমাত্রা ৫৩৮ সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ধাতুর কাঠামোগুলোও গলে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাই নিহতদের দেহাবশেষ খুঁজে পাওয়া গেলেও সেগুলো শনাক্ত করা খুব কঠিন হবে বলে মনে করছেন তারা।

শতাধিক বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী এ দাবানলে ২২০০টিরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর ৮৬ শতাংশই আবাসিক ছিল। মোট ক্ষতির পরিমাণ ৫৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এখনো পর্যন্ত গোটা এলাকার মাত্র ২৫ শতাংশ অংশে অনুসন্ধান চালিয়ে ৯৯ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আগামী রবিবারের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ তল্লাশি সম্পন্ন হবে বলে মনে করছে প্রশাসন। এদিকে এই দুর্ঘটনার পর নিখোঁজ ১১৩০ ব্যক্তির একটি তালিকা সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগ জনক বলে মনে করা হচ্ছে। তবে এরই মাঝে জো বাইডেনের এমন দায়সারা মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আমেরিকাবাসী।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...