Friday, August 22, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের হাতে। এবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত সৌরভ চৌধুরীকে (Sourav Chakraborty) জেরা করে আরও ১৫ জনের নাম জানতে পেরেছে পুলিশ। শুক্রবার এমনটাই জানিয়েছেন লালবাজারের তদন্তকারীরা। তবে, এরা সকলেই অধরা বলে জানিয়েছে পুলিশ। এই ১৫ জনের অধিকাংশই ভিন রাজ্যে গিয়ে আত্মগোপন করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।

লালবাজার (Lal Bazar) সূত্রে খবর, ঘটনার দিন এবং আগেও এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উপস্থিত ছিলেন। তবে প্রথমবর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনা বড় আকার ধারণ করার পর এরা সবাই হস্টেল ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা র‍্যাগিংয়ের ঘটনায় একাধিক পড়ুয়া জড়িত। ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন আরও অনেকে হস্টেলে উপস্থিত ছিলেন। যে ৯ জনকে মোট তিন দফায় গ্রেফতার করা হয়েছে, তাঁদের বাইরেও কমপক্ষে ১৫ জন রয়েছেন।

তবে পুলিশ ইতিমধ্যে সেই সকল পড়ুয়ার নাম ও ঠিকানা জোগাড় করে তদন্ত শুরু করেছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে, ইতিমধ্যে সৌরভ চৌধুরী এবং সপ্তক কামিল্যার ব্যবহার করা ল্যাপটপ এবং ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ছাত্রের বাবার দায়ের করা খুনের মামলার প্রেক্ষিতে আরও তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version