ধূপগুড়ি (Dhupaguri) উপনির্বাচনে রবিবাসরীয় প্রচারে কোনও রকম খামতি রাখতে চায়নি তৃণমূল। ছুটির দিনে প্রায় সবাইকে বাড়িতে পাওয়া যাবে তাই এই সুযোগ হাতছাড়া করেনি শাসকদল। জোর প্রচার দিনভর। বিপুল ভোটে রাজ্যজুড়ে জোড়া ফুলের জয়। তাও উপনির্বাচনে এক ছটাক জমি ছাড়তে নারাজ শাসকদল। ধূপগুড়ির (Dhupaguri) উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃণমূল (TMC)। দলীয় প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়কে (Nirmalchandra Ray) নিয়ে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

এদিন সকালে সাংবাদিকদের সঙ্গে নিয়ে নিজের বাড়িতে চা চক্রে সামিল হন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। অন্যদিকে তৃণমূল প্রার্থীর হয়ে সাত সকালে প্রচার চালাতে ধূপগুড়ি শহরে হাজির হন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব। তিনি ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালান। ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলান গৌতম দেব। তাদের সাথে কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রচার করেন। গোটা শহর এলাকা পায়ে হেঁটে প্রচার চালান তিনি। প্রার্থীকে সঙ্গে নিয়ে রাজ্য সরাকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যাখ্যা করেন। কিভাবে সাধারণ মানুষ রাজ্য সরকারের প্রকল্প থেকে সাধারণ মানুষ সুবিধা পাবেন সেই বিষয়গুলিও তুলে ধরেন গৌতম দেব।

আরও পড়ুন- রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই উপাচার্য নিয়োগ, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য
