Thursday, August 28, 2025

নিয়োগ মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সোমবার সকালেই নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra) প্রাক্তন অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, এদিন সুজয়কৃষ্ণর আলিপুরের ফ্ল্যাট ও জামাইয়ের ফ্ল্যাটেও চলে জোর তল্লাশি। নিয়োগকাণ্ডের মাথার হদিশ পেতেই এই তল্লাশি বলে খবর।

নিয়োগ মামলায় প্রথম থেকেই এই সংস্থার নাম উঠে এসেছে। ২০১৬ সাল পর্যন্ত এই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। পরবর্তীতে তিনি পদত্যাগ করেন। ইডি সূত্রে খবর, ২০২০ ফেব্রুয়ারি থেকে ২০২১ জানুয়ারি মাস পর্যন্ত প্রায় ৯৫ লক্ষ টাকা ঢুকেছে ওই সংস্থায়। দেখানো হয় ব্যবসায়ী পরামর্শ দেওয়ার জন্যই এই টাকা ওই সংস্থায় ঢুকেছে। শুধু তাই নয়, মহিষবাথানের একটি প্রজেক্টের দিকেও কড়া নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। পরে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পারেন, খাতায় কলমে যে ব্যবসায়িক ডিল দেখানো হয়েছিল তার সব কাগজপত্রই ভুয়ো। আর এরপরই সুজয়কৃষ্ণ ভদ্রের বিভিন্ন ডেরায় তল্লাশি চালিয়ে থেকে যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তবে সুজয়কৃষ্ণ ভদ্র এক মাসের বেশি সময় ধরেই ইডি হেফাজতে রয়েছেন। তারপর এতদিন পেরিয়ে গেলেও কেন ইডির এই ‘অতিতৎপরতা’ তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

 

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version