Friday, August 22, 2025

সিপিএম-ই সারদাকে এসেছিল! রাম-বামের আঁতাঁত নিয়ে ফের সরব তৃণমূল সুপ্রিমো

Date:

রাম-বামের আঁতাঁত নিয়ে ফের সরব তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে এক তিরে বাম-বিজেপিকে (Left-BJP) নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, সিপিএম-ই (CPIM) রাজ্যে সারদার মতো সংস্থাকে নিয়ে এসেছিল। অথচ বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের ফলে তাদের ডাকছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মমতা বলেন, “আপনারা দেখেছেন কত চক্রান্ত করেছিল ওরা। সারদাকে নিয়ে এসেছিল ওরা। ওদের বিরুদ্ধে একটাও কেস দেখতে পাচ্ছেন? কারণ আন্ডারস্ট্যান্ডিং, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে রেখে দিয়েছে। আর তৃণমূলের ছেলেপিলেদের ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। কাউকে এনআইএ-র। যত কিছু মাথাব্যথা তৃণমূলকে নিয়ে, কারণ ওরা জানে তৃণমূল একমাত্র সংগঠন, যারা ওদের রেয়াত করে না। যারা ওদের কেয়ার করে না।” মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা কোনো এজেন্সির ভয়ে মাথা নত করি না।” মমতা স্পষ্ট জানিয়ে দেন, “আমার এখন একটাই লক্ষ্য বিজেপি হটাও, INDIA বাঁচাও।”

এনআরসি থেকে শুরু করে অভিন্ন দেওয়ানি বিধি সবকিছু নিয়েই কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, “আপনাদের উপর আঘাত এলে ইস্যুটা কিন্তু আমরাই ফার্স্ট ধরি। এন‌আরসি ইস্যুতে আপনারা সেটা দেখেছেন। ইউনিফায়েড সিভিল কোড নিয়ে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি। এটা আমরা করব না।”

একই সঙ্গে তৃণমূল নেত্রীর কথায়, “ফুরফুরা শরিফকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আশা করব ফুরফুরা শরিফ রাজনীতিতে প্রবেশ করবে না। যেমন বেলুর মঠ রাজনীতিতে প্রবেশ করে না।”

আরও পড়ুন- কাউন্সেলিং, সিসিটিভি, অ্যান্টি র‍্যা.গিং স্কোয়াড নিয়ে বড়সড় সিদ্ধান্ত যাদবপুরে

 

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version