Wednesday, November 12, 2025

নিয়োগ মামলায় অভিষেকের আবেদনের শুনানি শেষ, ৫ সেপ্টেম্বর রায় দান

Date:

নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে।যদিও আদালত কোনও রায় ঘোষণা করেনি। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়।শুনানির শেষে তিনি জানান, আপাতত মামলাটির রায়দান স্থগিত রাখা হচ্ছে। আদালতে আগে এই আবেদনের সঙ্গে জড়িত সমস্ত পক্ষ লিখিত ভাবে নিজেদের বক্তব্য জমা দেবে। রায়দানের আগে সেই বক্তব্য খতিয়ে দেখবে আদালত।

প্রাথমিকের নিয়োগ মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে সমন পাঠিয়েছিল ইডি। সেই সমনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে পাল্টা আবেদন করেন অভিষেক। তাঁর যুক্তি ছিল, অভিযুক্তের তালিকায় তাঁর নাম নেই। তার পরেও আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করছেন তিনি। কিন্তু দুর্নীতির তদন্ত শেষ হতেই চাইছে না। তাই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। সোমবার সেই আবেদনেরই শুনানি শেষ হল বিচারপতি ঘোষের এজলাসে।

গত বৃহস্পতিবারও মামলাটির শুনানিতে ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। সোমবার এই মামলার সব পক্ষকে নিজের বক্তব্য আদালতে জমা দিতে নির্দেশ দেন বিচারপতি। তিনি বলেন, ‘‘সব পক্ষ লিখিত ভাবে বক্তব্য জমা দেবে। আগামী ৫ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণা করা হবে।’’

গত ৩ অগস্ট অভিষেকের আইনজীবী সিঙ্ঘভি তাঁর সওয়ালে জানান, তাঁর মক্কেল এই মামলার সঙ্গে কোনও ভাবে যুক্ত নন।নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পরে তাঁর আর কোনও ভূমিকা থাকতে পারে না। তা সত্ত্বেও আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন তিনি। তদন্তে সহযোগিতা করেছেন। সিঙ্ঘভির যুক্তি, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। কিন্তু কিছুতেই তদন্ত শেষ হচ্ছে না। এই অবস্থায় অভিষেককে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হোক।

যদিও অভিষেকের আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী এসভি রাজু। তাঁর যুক্তি, কুন্তলের চিঠি বা অভিষেকের বক্তব্যের সঙ্গে এই তদন্তের কোনও যোগ নেই। কিছু না পাওয়া গেলে ‘ক্লিনচিট’ দেওয়া হবে।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version