Tuesday, August 26, 2025

এশিয়া কাপে দলে মিডল অর্ডারের দায়িত্ব কে? প্রশ্ন শুনেই বিরক্ত রোহিত

Date:

আজ ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল। দলে চোট কাটিয়ে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরা। এশিয়া কাপের পরই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার আগে দলে শ্রেয়স-রাহুল ফেরায় কিছুটি স্বস্তি ভারতীয় শিবিরে। তবে এতে কি দলের মিডল অর্ডারের সমস‍্যা মিটবে? কে করবেন চার নম্বরে ব‍্যাটিং? সাংবাদিক সম্মলনে প্রশ্ন যায় রোহিতের কাছে। আর এই প্রশ্ন শুনতেই কিছুটা বিরক্ত ভারত অধিনায়ক। বললেন, দলে এমন ক্রিকেটার দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে।

এদিন দল নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”আমি চাই দলগত ক্রিকেট খেলে জিততে। হতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে কোনও ব্যাটারকে খেলতে হবে। সেটা তো ভালই। বিশ্বকাপের আগে প্রস্তুতি হয়ে যাবে তার। দলে এমন ক্রিকেটার দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে। আমরা এমন ব্যাটার চাই যে পরিস্থিতি অনুযায়ী যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। কারণ, এটা ক্লাব ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট। তাই সবাইকে যে কোনও জায়গায় ব্যাট করার জন্য তৈরি থাকতে হবে। আমরা চাই না, কোনও ব্যাটার একটা জায়গাতেই নিজেকে আটকে রাখুক। কারও কোনও নির্দিষ্ট জায়গা নেই।”

এখানেই না থেমে রোহিত আরও বলেন,” সকালে কাউকে দুম করে বলা হয় না যে ব্যাটিং অর্ডারে উপরে বা নীচে নামতে হবে। হঠাৎ করে বুমরাহকে বলব না ওপেন করতে বা শুভমন গিলকে বলব না সাত নম্বরে নামতে। আমরা অতটাও পাগল নই। আগে থেকেই ঠিক থাকে। গত কয়েক বছরে আমাদের ব্যাটিং অর্ডার দেখলে বোঝা যাবে ওপেনার বা তিন নম্বরে যারা খেলে, ধারাবাহিক ভাবে তারাই খেলছে। পাঁচ, ছয় বা সাত নম্বরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। খালি চার নম্বরে একটু সমস্যা হয়েছে। সেটা আমাদের ঠিক করতে হবে। তবে ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে কোনও জায়গায় নামার জন্য তৈরি থাকতে।”

সম্প্রতি দলের প্রধান সমস‍্যা মিডল অর্ডার নিয়ে মুখ খুলেছিলেন রোহিত। বলেছিলেন, যুবরাজ সিং -এর পর দলে চার নম্বরে ব‍্যাট করতে সেরকম ভাবে কেউ ভরসা দিতে পারেনি। যদিও চোট আঘাতের জন‍‍্যই আরও বেশি সমস‍্যা হচ্ছে।

আরও পড়ুন:ঘোষণা এশিয়া কাপের জন্য ভারতীয় দল, চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল

 

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version