স্বস্তি নেই জীবনকৃষ্ণের, ফের জামিনের আবেদন খারিজ

নিয়োগ মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) জামিন খারিজ হয়ে গেল। মঙ্গলবার অভিযুক্তের আবেদন খারিজের নির্দেশ দেয় বিচারপতির জয়মাল্য বাগচির (Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চ। এদিন মামলার রায়দানের সময় বিচারপতি জানান যে, জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। শুনানিতে সিবিআই (CBI) জানায় যে ফোন উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথোপকথনের রেকর্ড পাওয়া গিয়েছে। পাশাপাশি টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে বলে খবর।এরপরেই আদালত জীবনকৃষ্ণের জামিনের আদালত খারিজ করে দেয়।

 

Previous articleকরবেট উদ্যানে ৬০০০ গাছ ‘সাফ’ উত্তরাখণ্ড সরকারের! CBI তদন্তের হুঁশিয়ারি আদালতের
Next articleযাদবপুর ক্যাম্পাসে মা.দক বিরোধিতায় এবার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইউনিয়ন