Sunday, May 18, 2025

মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে মালদহের ২৭ শ্রমিকের মৃ.ত্যু, বাড়তে পারে সংখ্যা

Date:

Share post:

মিজোরামে (Mizoram) নির্মীয়মাণ রেলসেতু (Rail Bridge) ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আর মৃতদের মধ্যে সবাই পশ্চিমবঙ্গের মালদহের (Maldah) বাসিন্দা বলে খবর। এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ২৭ জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন রতুয়ার ২ নম্বর ব্লকের ১৭ জন, ইংরেজবাজার ব্লকের ৬ জন, গাজোল ব্লকের ৩ জন, কালিয়াচকের ২ নম্বর ব্লকের একজন।

বুধবার সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ভিতরে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মালদহের রতুয়া থেকে অন্তত ৩৫ জন শ্রমিক কাজ করতে মিজোরামে গিয়েছিলেন। সকলেই রেলসেতু নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন নির্মীয়মাণ সেতু-বিপর্যয়ে জেরে সেই শ্রমিকদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। যদিও ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যে ২৭ জন শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুরো বিষয়টি নবান্ন থেকে নজর রাখা হচ্ছে বলে খবর।

পাশাপাশি এদিন মিজোরামে ব্রিজ বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে বেশ কয়েক জন সেখানে কাজ করতে গিয়েছেন। তাঁদের অবস্থা জানার জন্য তিনি ইতিমধ্যে মুখ্যসচিবকে নির্দেশের পাশাপাশি মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

spot_img

Related articles

রাজ্য সড়কে রামলাল! একঘণ্টা থমকে রইল যান চলাচল

টানা একঘণ্টা! রাজ্য সড়কের উপর ঠায় দাঁড়িয়ে ঝাড়গ্রামের (Jhargram) ত্রাস রামলাল। কোথা থেকে বিপুল পরিমাণ কাদা মেখে রবিবার...

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন...

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...