Saturday, August 23, 2025

২০১৯ সালে জিয়াগঞ্জে (Jiyaganj) সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত (Court)। বৃহস্পতিবার দোষী উৎপল বেহরাকে (Utpal Behra) মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বহরমপুরের ফাস্ট ট্র্যাক আদালত (Behrampore First Track Court)। ২০১৯ সালের ৮ অক্টোবর, দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জে সপরিবারে খুন হন শিক্ষক। বাড়িতেই খুন হতে হয় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, স্ত্রী বিউটি পাল এবং তাঁদের ৬ বছরের ছেলেকে। এবার সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর দোষী উৎপল বেহরাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত।

তবে মামলার সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আগেভাগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। যদিও এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে উৎপলের দাবি, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। পাশাপাশি এদিন বিচারক সন্তোষ কুমার পাঠকের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন বলেও জানান। তবে এদিন মামলার রায় শুনতে আদালতে হাজির হয়েছিলেন জিয়াগঞ্জের বেশ কিছু বাসিন্দা।

গত চার বছর ধরে বহরমপুর জেলা জজ আদালতে এই মামলা চলছিল। পরে ৪২ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে মঙ্গলবার খুনের ঘটনায় অভিযুক্ত উৎপল বেহরাকে দোষী সাব্যস্ত করেন বহরমপুর জেলা আদালতের বিচারক। এরপর বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version