Saturday, January 10, 2026

যোগী রাজ্যের মতো বাংলায় এনকা.উন্টার চাইছেন শুভেন্দু, মোক্ষম জবাব কুণালের

Date:

Share post:

বাংলায় কোনও ধর্ষণের ঘটনা ঘটলে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো এ রাজ্যেও এনকাউন্টার হোক, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আজ, বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “মাটিগারার ঘটনায় যে অভিযুক্ত সেই আব্বাস ও তার পরিবারকে গ্রেফতার করা হয়নি, কালিয়াগঞ্জে জাভেদকে গ্রেফতার করা হয়নি। উল্টে বিশ্ব হিন্দু পরিষদের যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

শুভেন্দুর আরও সংযোজন, “বাংলায় যোগী আদিত্যনাথজির মতো একজনকে দরকার। ধর্ষণে অভিযুক্ত পাষণ্ডদের। প্রয়োজন হলে এনকাউন্টার করে মারতে হবে। এ ছাড়া আর কোনও উপায় নেই। এই সমস্ত সমাজবিরোধীদের সমাজে থাকা উচিত নয়। এরা ঘৃণিত জীব।”

যদিও মাটিগারার ঘটনা প্রকাশ্যে আসার পরই তদন্তে নেমে অভিযুক্ত মহম্মদ আব্বাসকে গ্রেফতার হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আব্বাসকে গ্রেফতার করে। অন্যদিকে, শুভেন্দুর এনকাউন্টার মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পুলিশ রেয়াত করছে না। মাটিগারার ঘটনার পরই দোষীদের গ্রেফতার করা হয়েছে। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। কিন্তু শুভেন্দুদের মনোভাব স্বৈরাচারী। আইনে ওদের ভরসা নেই। ওরা শুধু মেরে দাও, ভেঙে দাওই জানে। গণতন্ত্র ও সমাজের পক্ষে ওরাও ক্ষতিকারক। হাইকোর্ট দেখতে পাচ্ছে না শুভেন্দুর এই উস্কানিমূলক মন্তব্য। ওকে তো রক্ষাকবচ দিয়ে রেখেছে”।

এখানেই শেষ নয়, কেন্দ্রের বিজেপি সরকারের রিপোর্টকে হাতিয়ার করে কুণাল আরও বলেন, “শুভেন্দু কী মনে করে না করে তা নিয়ে বাংলার মানুষ বা কেন্দ্রীয় সরকারের কোনও মাথাব্যাথ্যা নেই। কেন্দ্রের রিপোর্টে দেখা যায় নারীদের জন্য নিরাপদ শহর কলকাতা। সেই রিপোর্ট কি শুভেন্দু অধিকারী পড়ে না? যে ঘটনা ঘটেছে তা খারাপ, কিন্তু অনেক কমানো গিয়েছে। বাম জমানায় এমন ঘটনা আরও বেশি ঘটেছে।”

 

 

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...