Tuesday, August 26, 2025

বিরাট কাণ্ডে খেপে লাল বিসিসিআই, কড়া বার্তা ক্রিকেটারদের

Date:

গতকাল নিজের ইয়ো ইয়ো টেস্টের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিরাট কোহলি। কত পয়েন্ট পেয়েছিলেন তা প্রকাশ‍্যে আনেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর এই কাণ্ডে খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয় বিরাটের এই পোস্ট নজরে আসতেই কড়া ধমক দিল বিসিসিআই। ক্রিকেটারদের এমন তথ্য ফাঁস করতে নিষেধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ো ইয়ো টেস্টের রিপোর্ট কার্ড পোস্ট করেন প্রাক্তন অধিনায়ক। ফলাফল ছিল ১৭.২। তাতেই বেজায় খুশি ছিলেন বিরাট। প্রকাশ্যে এনেছিলেন সেই রিপোর্ট। কিন্তু বিষয়টিকে ভাল চোখে দেখছে না বোর্ড। প্রচণ্ড খেপে গিয়েছে বিসিসিআই কর্তারা। ভবিষ্যতে যেন আর কেউ এরকম কাজ না করে, সেই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “ক্রিকেটারদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা সোশ্যাল মিডিয়ায় কোনও গোপন বিষয় না পোস্ট করে। অনুশীলনের ছবি তারা পোস্ট করতেই পারে, কিন্তু কোনও টেস্টের ফলাফল পোস্ট করাটা চুক্তি লঙ্ঘন করে।”

বৃহস্পতিবার ইনস্টা স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেন কোহলি। তাতে লেখেন, “ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি ও চ্যালঞ্জের মধ্যে ইয়ো-ইয়ো পরীক্ষা শেষ করার মজা আলাদা। ১৭.২ সম্পন্ন করলাম।”বোর্ডের রাখা মাপকাঠি ছিল ১৬.৫। বিরাটের স্কোর তার থেকে .৭ বেশি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় পোস্ট। বোর্ড কর্তাদের নজরে পড়ে। এরপরই বোর্ডের নির্দেশ আসে।ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, এইভাবে ফিটনেস টেস্টের ফলাফল প্রকাশ্যে আনা যাবে না। এটা চুক্তি লঙ্ঘনের আওতায় পড়ে যাচ্ছে।

এদিকে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে ভারত। ছ’দিন বেঙ্গালুরুতে অনুশীলন করবে তারা। তারপর এশিয়া কাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবেন রোহিত শর্মারা। সেখানে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন তাঁরা। এশিয়া কাপে ভারত সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

আরও পড়ুন:হৃদরোগে আ.ক্রান্ত হয়ে প্র.য়াত ডব্লিউডব্লিউই খ্যাত ব্রে ওয়াট

 

 

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version