সিনেপর্দায় আজ রাজনৈতিক নেতার কীর্তি, মুক্তি পেল হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) পরিচালিত নতুন বাংলা সিনেমা ‘ ওহ লাভলি’ (Oh Lovely)। এই সিনেমার অন্যতম আকর্ষণ কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Kamarhati MLA Madan Mitra)অভিনয়। সাম্প্রতিক অতীতে রাজনীতি ছাড়াও নানা ভূমিকায় দেখা গেছে এই নেতাকে। কখনও গায়ক কখনও ফুটবল প্রেমী। এবার সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করলেন তিনি। তবে ছবি মুক্তির দিনেও কাজ থেকে ছুটি নেননি বিধায়ক। বরং বিধানসভায় (Assembly)হাজির হলেন একেবারে ‘জামাই’ অবতারে। গত কয়েক দিন ছবির প্রচারে সময় দিয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। তা সত্ত্বেও নিয়ম করে প্রতি দিন বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। অনেকেরই ধারণা ছিল, শুক্রবার ছবিমুক্তির কারণে হয়তো মদন অনুপস্থিত থাকবেন। কিন্তু সেখানেও ব্যতিক্রম। চোখে স্টাইলিশ সানগ্লাস, পরনে ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি পরে অধিবেশনে মদনকে যোগদান করতে দেখেই একে একে মন্ত্রী-বিধায়কেরা তাঁকে অভিনয় জীবনের সূচনার জন্য শুভেচ্ছা জানালেন।

একদিকে রাজনীতি অন্যদিকে সিনেমা, সম্পূর্ণ বিপরীত দুই প্রান্তকে ভালই ম্যানেজ করলেন বিধায়ক। বিধানসভার অধিবেশন শেষ হতেই বরাহনগরের সোনালি সিনেমা হলের উদ্দেশে রওনা হন মদন মিত্র। সেখানেই কর্মী-সমর্থকদের নিয়ে সন্ধ্যায় ছবি দেখার কথা তাঁর। পশ্চিমবঙ্গের মোট ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর ছবি। মন্ত্রী-বিধায়কদের ‘ ওহ লাভলি’ দেখার অনুরোধও করেন মদন মিত্র।