Friday, December 19, 2025

কেন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে মেসি? জানালেন স্বয়ং নিজেই

Date:

Share post:

সদ‍্য পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই ইন্টার মায়ামির হয়ে একটি ট্রফি জয়ের স্বাদও পেয়েছেন লিও। দলে হয়ে গোল করার পাশাপাশি গোলও করিয়েছেন তিনি। আর এরই মাঝে ফের একবার প্রাক্তন ক্লাব পিএসজি নিয়ে মুখ খুললেন লিও। বললেন, পিএসজিতে ভালো ছিলাম না। চাইছিলাম বার্সেলোনার মতো জীবন কাটাতে। আর তাই মায়ামিকে বেছে নেওয়া।

এই নিয়ে সাক্ষাৎকারে মেসি বলেন,” আমি দুটি কঠিন বছর কাটিয়েছি প্যারিসে। সত্যি বলতে সেখানে ভালো ছিলাম না এবং তার খেসারতও দিতে হয়েছে। আর তাই আমি বার্সেলোনায় যেমন ছিলাম, তেমন থাকতে চেয়েছিলাম। সন্তানদের নিয়ে প্রতিটি দিন উপভোগ করেছি, আর তাই পরিবারকে ভালো রাখাটাই ছিল মূল কারণ।”

এরপরই লিও বলেন,” আমি খেলাধুলায় প্রতিটি দিন উপভোগ করি, যেটা প্যারিসে আমার ক্ষেত্রে ঘটছিল না। এমন অনেক কারণ মিলিয়েই আমরা ইন্টার মায়ামি বেছে নিয়েছি। আর আমার মনে হয়, কিছুদিন এখানে কাটানোর পর বুঝতে পেরেছি সিদ্ধান্তটা ভুল ছিল না। ফুটবল খেলাটা উপভোগ করাই আমার সুখ, যেটা আমি এখানে করতে পারছি এবং আমার মনে হয় এটাও মায়ামিতে যোগ দেওয়ার আরেকটি কারণ। উপভোগ করার যে ব্যাপারটা হারিয়ে ফেলেছিলাম, সেটা খুঁজে পেয়েছি। ”

শুধু পিএসজি নয়, নিজের অবসর নিয়েও ফের একবার মুখ খোলেন লিও। নিজের অবসর নিয়ে মেসি বলেন,” সত্যি বলতে এখনও এটা নিয়ে ভাবিনি। আমি খেলতে ভালোবাসি। বল পায়ে মাঠে থাকতে ভালো লাগে, প্রতিদ্বন্দ্বিতা ও অনুশীলন করতেও ভালো লাগে। আর কত দিন খেলব জানি না, তবে চেষ্টা করব যতটা বেশি সময় থাকা যায়।”

আরও পড়ুন:বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন নীরজ

 

 

spot_img

Related articles

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...