Sunday, August 24, 2025

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসে পদপিষ্ট মৃত ১২, আহত বহু

Date:

Share post:

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের(Indian Ocean Island Games) উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২ জনের। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। গত শুক্রবার এই ঘটনাটি ঘটে মাদাগাস্কার(Madagascar) জাতীয় স্টেডিয়ামে। অনুষ্ঠান দেখতে তাড়াহুড়ো করে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়েই প্রবেশদ্বারে ঘটে দুর্ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদাগাস্কারের বারেয়া স্টেডিয়ামে এই অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।

এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনসে বলেন, “প্রাথমিকভাবে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনের মতো আহত হয়েছেন।” এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস একটি মাল্টি- ডিসিপ্লিনারি প্রতিযোগিতা মাদাগাস্কারে আগামী ৩ সেপ্টেম্বর অর্থাৎ, শনিবার পর্যন্ত চলবে। ১৯৭৭ সালে আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের সূচনা করেছিল। মরিশাস, সেশেলস, কোমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন এবং মালদ্বীপের ক্রীড়াবিদদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রাই রাজোয়েলিনা ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এই আকস্মিক ঘটনায় তিনি শোকপ্রকাশ করে এবং স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করেন। তিনি বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনার কারণ, ভিড়ের অতিরিক্ত চাপ। স্টেডিয়ামের প্রবেশদ্বারে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...