Thursday, January 29, 2026

আগামিকাল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই

Date:

Share post:

ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবার লক্ষ‍্য ডুরান্ড কাপ। আগামিকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামছে জুয়ান ফেরান্দোর দল। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো নয় সবুজ-মেরুনের। তবে সেসব কথা মাথায় রাখতে চাননা বাগান কোচ। বরং রবিবারের ম‍্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় যে লক্ষ‍্যে সেকথা জানাতে ভুললেন না জুয়ান।

আগামিকালের ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করেছে মুম্বই সিটি এফসি। আমরা এএফসি কাপের জন্য দল তৈরি করেছি। দুদলের কাছেই এটা ভাল একটা প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। মুম্বই শক্তিশালী প্রতিপক্ষ। ওদের দুটি উইং বেশ কার্যকর। ছাংতে, বিপিন, মেহতাব, আকাশদের মতো সফল ভারতীয় ফুটবলার আছে। স্টুয়ার্টের মতো ভাল মানের বিদেশি আছে। আমাদের দলও পরপর দুটো ম্যাচ খেলে অনেকটা তৈরি। ফলে খেলাটা হাড্ডাহাড্ডি হবে। আমরা জেতার জন্য যতটুকু শক্তি খরচ করা যায় করব। একটা ব্যাপার মাথায় রাখতে হবে এই ম্যাচটা খেলতে নামার আগে মুম্বই প্রায় দশ দিন বিশ্রাম পেয়েছে। আমরা তিনদিন। তবুও আমরা আমাদের সেরা পারফরম্যান্সই দেব।”

ডুরান্ডে নামলেও বাগানের আসল লক্ষ‍্য যে এএফসি কাপ, সেকথা জানাতে ভুললেন না জুয়ান। এই নিয়ে তিনি বলেন,” আমাদের আসল লক্ষ্য এএফসি কাপে ভাল ফল করা। সে জন্য চোট আঘাত বাঁচিয়ে খেলতে হবে। সেটা মাথায় রেখেই টিম নামাব। প্রাক মরশুম প্রক্রিয়া এখনও চলছে। ফুটবলারদের অনেকেই নতুন। বোঝাপড়া হতে একটু সময় লাগবে। শেষ দুটি ম্যাচে আমরা গুছিয়ে নিয়েছি অনেকটাই। আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। মুম্বইকে অনেকদিন হারাতে পারিনি বলে এবার হারাতে পারব না এরম ভাবার কোনও কারণ নেই। নতুন টিম, নতুন পরিবেশ, নতুন টুর্নামেন্ট। ফুটবলারদের মধ্যে মুম্বই-মিথ নিয়ে কোনও মেন্টাল ব্লকেজ নেই। সবথেকে বড় কথা এই দলের অনেকেই সবুজ-মেরুন জার্সি পরে প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে। তারা সবাই জেতার জন্য মরিয়া থাকবে।”

আরও পড়ুন:বিরাটের পর ইয়ো ইয়ো টেস্টে চমকে দিলেন শুভমন, পাশ করলেন রোহিত-হার্দিক

 

 

spot_img

Related articles

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার...

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর...

মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। রাজ্য জুড়ে স্কুলগুলিতে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।...