Sunday, December 21, 2025

ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, কোয়ার্টার ফাইনালে মুম্বইকে হারাল ৩-১ গোলে

Date:

Share post:

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে মুম্বই সিটি এফসিকে হারাল ৩-১ গোলে। বাগানের হয়ের তিন গোল জেসন ক‍্যামিন্স, মনবীর সিং এবং আনোয়ার আলি।

রবিবার যুবভারতীতে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের প্রথম থেকেই দুই দল নিজেদের রক্ষণ শক্তিশালী করে আক্রমণে ওঠার চেষ্টা করে। ম‍্যাচের ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় জুয়ান ফেরান্দোর দল। পেনাল্টি থেকে গোল করে বাগানের হয়ে ১-০ করেন জেসন ক‍্যামিন্স। পেনাল্টি বক্সের মধ্যে অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে ফেলে দেন মুম্বই গোলকিপার পূর্বা লাচেনপা। স্পট কিক থেকে গোল করে যান ক‍্যামিন্স। গোল খাওয়ার পর কিছুটা নড়েচড়ে বসে মুম্বই। ১৬ মিনিটে প্রথমবার আক্রমণ তুলে আনে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়নরা। ২৩ মিনিটে বিপিনের পাস থেকে শট করেন পেরেরা। তবে তাঁর শট বাইরে চলে যায়। যদিও এরপরই গোল পেয়ে যায় মুম্বই। ম‍্যাচের ২৮ মিনিটেই গোল শোধ করে দেয় মুম্বই। গোটা মোহনবাগান ডিফেন্সকে দাঁড় করিয়ে গোল করে যান পেরেরা দিয়াস। তাঁর গোলে কিছুটা ভাগ্যের সহায়তাও ছিল। হেক্টর উস্তের সামনে থেকে মাথায় বল লাগিয়ে গোল করেন মুম্বই ফুটবলার। যদিও এর দু’মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় সবুজ-মেরুন। ৩০ মিনিটে হুগো বৌমোসের ক্রস থেকে হেডে গোল করে যান মনবীর সিং। প্রথমার্ধের শেষদিকে বেশ কিছু সুযোগ পেয়ে গিয়েছিল মুম্বই। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরুর দিকে ফ্রিকিক পায় মুম্বই। তবে সেখান থেকে গোল হয়নি। পেরেরা দিয়াসের শট অল্পের জন্য বাইরে যায়। তবে ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন থাকছেই। পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে দুই দলই। ৫৮ মিনিটে সাদিকু সহজ সুযোগ নষ্ট করেন। পরিবর্ত হিসেবে নামা বিক্রম প্রতাপ সিং ভুল করে বসেন। সেখান থেকে ফাঁকায় বল পেলেও গোল করতে পারেননি সাদিকু। বল চলে যায় মাঠের বাইরে। এর পরেই আনোয়ার আলির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। ৬৩ মিনিটে ডানদিক থেকে আশিক কুরুনিয়ানের ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন আনোয়ার আলি। ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও হেডে এমন গোল করা সহজ ছিল না। এই গোলের পরেই সাদিকুকে তুলে নিয়ে দিমিত্রি পেত্রাতোসকে নামিয়ে দেন জুয়ান। শেষদিকে বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান কমাতে পারেনি মুম্বই।

আরও পড়ুন:এশিয়ান গেমসে রুতুরাজদের হেডস‍্যারের দায়িত্বে লক্ষ্মণ : সূত্র

 

 

 

 

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...