Monday, August 25, 2025

‘পানশিলা ঘোষপাড়া রিফরমেশন সোসাইটি’র নজরকাড়া সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান

Date:

Share post:

“আমরা এই বিশ্বের বুকে গড়বো রং মহল” — প্রায় দুশো তরতাজা প্রাণ আজ তাদের পৃথিবী মাকে বাঁচাতে এই গানের মধ্য দিয়ে নিজেদের আশার কথা জানিয়ে পথ হাঁটলো, সাইকেল চালালো।
শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশন (মেন) ক্যাম্পাসের বিভাস মিত্র হলে পানশিলা ঘোষপাড়া রিফরমেশন সোসাইটির আয়োজনে জড়ো হয়েছিল প্রায় আড়াইশো ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিবেশ আন্দোলনের প্রখ্যাত ব্যক্তিরা, ডাক্তার, অধ্যাপক এবং অন্যান্যরা।
‘সেমিনার অন এনভায়রনমেন্ট’ অনুষ্ঠানে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারের এবং জল অপচয়ের বিরুদ্ধে এক সমাজ সচেতনতামূলক অভূতপূর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, বুনিয়াদি বিদ্যালয়, টাকি গার্লস স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, মিত্র বয়েজ স্কুল (মেন) ও টাকি বয়েজ স্কুলের ছাত্র-ছাত্রীরা। নিজেদের হাতে তৈরি করা ব্যানার, ফেস্টুন, মাইকের মাধ্যমে মানুষকে পরিবেশ দূষণ ও জল অপচয় সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি ছিল এই মিছিলের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ কৃষ্ণ জ্যোতি গোস্বামী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি দফতরের চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী  পূর্ণেন্দু বসু ও  সাংসদ দোলা সেন মহাশয়া। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের নদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ তুহিন শুভ্র মণ্ডল, ইরিম হাসপাতালের ডাঃ দেবাশিস বক্সী, কলকাতার আমরি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক পরিবেশবিদ ডাঃ শৈলেশ কুমার প্রমুখ। সুন্দরবনের সমসেরনগর জিরো পয়েন্ট থেকে আসা শম্বরী মুন্ডা ও কৈলাশ মুন্ডা, তাঁদের অভিজ্ঞতার কথা শোনান কিভাবে সুন্দরবনে প্রকৃতির সঙ্গে বসবাস করেন তারা। প্লাস্টিক দূষণ ও জল সংরক্ষণের উপর মুন্ডাদের আঞ্চলিক ভাষায় ঝুমুর গান শোনান।
ছাত্র ছাত্রীরা পরিবেশ রক্ষার বিষয়ে বিশিষ্টজনদের সামনে বিভিন্ন প্রশ্ন রাখেন।
খুব ছোট জায়গায় কিভাবে পুষ্টিকর বাগান করা যায়, সে বিষয়ে বলেন হরি মিটি সংস্থার কর্ণধার সুহৃদ চন্দ।
সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন পানশিলা ঘোষপাড়া রিফরমেশন সোসাইটির সম্পাদিকা নিবেদিতা রায় চট্টোপাধ্যায়, সভাপতি শুভঙ্কর ঘোষ, সহ সভাপতি ডাক্তার সামনে সিংহ রায় ও প্রতীক দাশগুপ্ত। সঞ্চালক রাম গোপাল চট্টোপাধ্যায় সমগ্র অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রা দিয়েছেন।

 

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...