Saturday, November 8, 2025

বিগ বি-র হাতে মমতার রাখি, সৌভ্রাতৃত্বের সাক্ষী জলসা

Date:

Share post:

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সঙ্গে বরাবরই সুসম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এবার, বিগ বি-কে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধলেন তৃণমূল সুপ্রিমো। INDIA জোটের তৃতীয় বৈঠকে যোগ দিতে বুধবার, রাখি পূর্ণিমার (Rakhi Festival) সন্ধেয় মুম্বই পৌঁছন মমতা।

বিমানবন্দর থেকেই সোজা যান জলসায়। বিকেল ৫টা ২মিনিট নাগাদ রাখি হাতে জলসায় ঢোকেন মমতা। সূত্রের খবর, তাঁকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যান স্বয়ং অভিতাভ বচ্চন। বিগ বি-কে রাখি পরিয়ে তাঁর হাতে মিষ্টি ও উপহার তুলে দেন তৃণমূল সভানেত্রী। উপস্থিত ছিলেন জয়া বচ্চন (Jaya Bacchan), জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন -সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বরাবরই বচ্চন পরিবারের সঙ্গে সুসম্পর্ক মমতার। তিনি ক্ষমতায় আসার পর থেকে প্রতিবারই KIFF-এ সস্ত্রীক আসেন অমিতাভ। স্বাগত ভাষণ দেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে প্রচারে রাজ্যে আসেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। এসপি নেতা অখিলেশ যাদবের সঙ্গেও তৃণমূল সুপ্রিমোর অত্যন্ত ভালো সম্পর্ক। INDIA জোটেও রয়েছেন অখিলেশ। সেই দিক থেকে জোট বৈঠকের আগের দিন জয়া বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পাটনার বেঙ্গালুরু। এবার মুম্বই (Mumbai)। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের নিরিখে এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে কী ভূমিকা থাকে সেটা দেখার। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে। একই সঙ্গে এই বৈঠকেই জোটের লোগো প্রকাশ হওয়ার কথা রয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...