Sunday, November 16, 2025

বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তান হলেও, ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায়, এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। নিয়ম অনুযায়ী সাধারণভাবে যে জার্সি পরে দলগুলি খেলে সেখানে টুর্নামেন্টের নাম থাকার পাশাপাশি থাকে আয়োজক দেশের নামও। তবে এবারের এশিয়া কাপে তেমন কিছু দেখা যাচ্ছে না।

চলতি এশিয়া কাপে সমস্ত দলের জার্সিতেই এশিয়া কাপের লোগো থাকলেও, নেই পাকিস্তানের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে এবারে এশিয়া কাপ আয়োজন নিয়ে প্রথম থেকেই বেশ চাপে ছিল পাকিস্তান। টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠানো হবে না। গত টি-২০ বিশ্বকাপের সময়ই এ কথা জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। অন্য দিকে, পাকিস্তানও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব ছাড়তে রাজি ছিল না। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হচ্ছে এ বারের প্রতিযোগিতা। অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান। শ্রীলঙ্কা হসপিটালিটি পার্টনার। তবে জার্সিতে নাম নেই শ্রীলঙ্কারও।

নিয়ম অনুসারে, জার্সিতে থাকবে আয়োজক দেশের নাম। তবে ম্যাচ শুরু হতেই দেখা যায় একেবারে অন্য দৃশ্য। এমনকি, পাকিস্তানের জার্সিতেও নেই ‘পাকিস্তান ২০২৩’ শব্দবন্ধ। কেন এই শব্দবন্ধ মুছে দেওয়া হল তা জানা যায়নি। জার্সি দেখে বোঝা যাবে না এবারের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান।

এদিকে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ দিয়েই এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। এরপর রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা খেলবেন নেপালের বিরুদ্ধে।

আরও পড়ুন:নর্থইস্ট ম‍্যাচে মারাত্মক অভিযোগ ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে, কী ঘটেছিল?

 

 

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version