Friday, August 22, 2025

লোকসভা ভোট এগিয়ে আনতেই সংসদে বিশেষ অধিবেশনের ডাক: নীতীশ কুমার

Date:

Share post:

হারের ভয়ে লোকসভা নির্বাচন(Parliament Election) এগিয়ে আনতে পারে মোদি সরকার। এমন দাবি আগেই তুলেছিল তৃণমূল। এবার সেই একইসুর শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(Nitish Kumar) মুখে। সম্প্রতি সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে মোদি সরকার। আগামী ১৮-২২ সেপ্টেম্বর সংসদের চলবে পাঁচ দিনের এই বিশেষ অধিবেশন। সে প্রসঙ্গেই নীতীশ জানালেন, লোকসভা নির্বাচন এগিয়ে আনার জন্য এই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে।

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র(INDIA) বৈঠক শেষে মুম্বই থেকে পটনা ফেরার পরে শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নীতীশ কুমার। তিনি বলেন, “আপনাদের এই বিশেষ অধিবেশনের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে হবে। আমি কিছু দিন ধরেই বলে আসছি, লোকসভা ভোট এগিয়ে আনা হবে। সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশন এই উদ্দেশ্যেই।” একইসঙ্গে তিনি বলেন, “আসলে বিজেপি(BJP) ভয় পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়ে উঠবে। তাই ওরা লোকসভা ভোট এগিয়ে আনতে পারে।”

অবশ্য এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্র সংগঠনের সভায় তিনি বলেছিলেন, “কিছু দিন পরেই লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে, এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়! জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কেউ বিশ্বাস করতে পারে না।” উল্লেখ্য, ২০১৯-এ লোকসভা ভোট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ১১ এপ্রিল থেকে ১৯ মে— সাত দফায় ভোটগ্রহণ হয়ে ২৩ মে ফল ঘোষণা হয়েছিল। সেই হিসেবে ২৪-এর লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসে হওয়ার কথা। তবে বিরোধীদের তরফে আশঙ্কা করা হচ্ছে। বিরোধী শিবির শক্তিশালী হয়ে ওঠার আগেই এই নির্বাচন সম্পন্ন করতে উঠে পড়ে লেগেছে মোদি সরকার।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...