Monday, August 25, 2025

৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে দায়ের মামলার শুনানি শেষ, রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

Date:

সংবিধানের ৩৭০(article 370) অনুচ্ছেদ বাতিল করার কেন্দ্রের(Central) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে সুপ্রিম কোর্টের(Supreme Court) সাংবিধানিক বেঞ্চে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তের সাংবিধানিক বেঞ্চ এই মামলার রায় সংরক্ষিত রেখেছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ২০১৯ সালের ৫ আগস্ট প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ওই পদক্ষেপকে চ্যালেঞ্জ করার পাশাপাশি আবেদনকারীরা জম্মু ও কাশ্মীর পুনঃসংগঠন আইনকেও চ্যালেঞ্জ করেছিল যা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করতে ব্যবহৃত হয়েছিল।তিন বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ মামলাটি নিষ্ক্রিয় থাকার পরে গত ২ আগস্ট থেকে টানা ১৬ দিন ধরে – আবেদনকারী এবং কেন্দ্রীয় সরকার – উভয় পক্ষের যুক্তি শুনেছে সাংবিধানিক বেঞ্চ।

আবেদনকারীদের পক্ষের আইনজীবীদের তাদের যুক্তিতে ভারতের সাথে জম্মু ও কাশ্মীরের সম্পর্কের প্রকৃতি নিয়ে আলোচনা করেন এবং জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী মহারাজা কীভাবে ভারতের কাছে তার অভ্যন্তরীণ সার্বভৌমত্ব ছেড়ে দেননি তার উপর জোর দেন। কপিল সিবাল, জাফর শাহ, গোপাল সুব্রামানিয়াম, রাজীব ধাবন, দুষ্যন্ত দাভে, দিনেশ দ্বিবেদী সহ সিনিয়র আইনজীবীরা আবেদনকারীদের পক্ষে যুক্তি দেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি, সলিসিটর জেনারেল তুষার মেহতা, অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ যুক্তি প্রদর্শন করেন।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version