Friday, December 19, 2025

স্বামীর ফোন ঘাটতেই আরও দুই ‘প্রেমিকা’র খোঁজ পেয়ে হতবাক স্ত্রী! অভিযোগের ভিত্তিতে গ্রে.ফতার স্বামী

Date:

Share post:

স্বামীর সংসারে একেবারেই মন টেকে না ।সবসময় ব্যস্ত ফোনে। স্বামীর হাবভাবে নানান ‘সন্দেহ’ ঘোরাফের করছিল স্ত্রীর মনে। নানান ছলনায় স্বামীর ফোন হাতিয়ে সেখান থেকে তাঁর প্রেমিকার ফোন নম্বরের হদিশ খুঁজছিলেন স্ত্রী। কিন্তু ফোন দেখতেই চক্ষুচড়কগাছ স্ত্রীর! জানতে পারেন, স্বামীর নাকি আরও দু’জন ‘প্রেমিকা’ রয়েছেন। বিয়েও নাকি হয়েছে। হবু স্ত্রীর সব কথা ফোনে রেকর্ড করেই থানায় অভিযোগ করেন স্ত্রী । বুধবার রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।

আরও পড়ুনঃBreakfast news : ব্রেকফাস্ট নিউজ

স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর থানা এলাকার কাঁসারি পাড়ার যুবক বিট্টু দত্তের সঙ্গে বছর দুয়েক আগে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার শক্তিনগরের বাসিন্দা স্নিগ্ধা সরকারের বিয়ে হয়। স্নিগ্ধার অভিযোগ, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে বলে দাবি করে একাধিক মহিলাকে ভালবাসার জালে ফাঁসিয়েছেন বিট্টু। তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। স্ত্রীর দাবি, স্বামী ইতিমধ্যেই গোপনে দু’টি বিয়ে সেরে ফেলেছেন। সম্প্রতি তৃতীয় বিয়েটি করারও প্রস্তুতি নিচ্ছিলেন। সব জানতে পেরেই তিনি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। স্নিগ্ধার আরও দাবি, থানার যাওয়ার সময় বিট্টু তাঁর পথ আটকেছিলেন। তাঁর মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

অন্য দিকে, বিট্টুর একাধিক বিয়ের কথা অস্বীকার করেছে তাঁর মা, বাবা। উল্টে স্নিগ্ধার বিরুদ্ধেই শারীরিক নির্যাতন ও সংসারে অশান্তি বাধানোর অভিযোগ তুলেছেন তাঁরা। বধূর মানসিক সমস্যা আছে বলেও দাবি করেছে শ্বশুর বাড়ির পরিবার। বিট্টুর বাবা কানাই দত্ত বলেন, ‘‘বৌমাসুলভ আচরণ কোনও দিনই স্নিগ্ধার মধ্যে ছিল না। উল্টে আমাদের উপরেই অত্যাচার করে। প্রতিবাদ করা ছেলেকে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করছে।’’
পাল্টা স্নিগ্ধার দাবি করেন, ‘‘নিজের কুকীর্তির কথা আড়াল করতেই আমার মানসিক সমস্যার গল্প তৈরি করছে। একের পর এক মহিলাকে নিয়ে যে অসভ্যতা করছে, এর জন্য ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আইনি পদক্ষেপ করার জন্য আমায় যাতে ওদের হাতে অত্যাচারিত হতে না হয়, তার ব্যবস্থা করুক পুলিশ।’’
এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার সুপার কে কন্নন বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগ বলে তদন্ত করা হবে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’’

 

spot_img

Related articles

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...