Friday, November 14, 2025

কোথায় চিঠি? আনন্দ বোসের পাঠানো ‘পত্রবো.মা’র হদিস নেই নবান্নে!   

Date:

মধ্যরাতে দুখানা চিঠি পাঠিয়ে যতই সাসপেন্স তৈরির চেষ্টা করুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) সেই চিঠি কিন্তু নবান্নে (Navanna) পৌঁছয়নি। নবান্নের এক উচ্চপদস্থ আধিকারিক সূত্রের খবর, শনিবার মধ্যরাতে রাজভবন থেকে মুখ বন্ধ খামে কোনও চিঠি আসেনি। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে রাজ্যপাল চিঠিটা পাঠালেন কোথায়? কেউ কেউ আবার টিপ্পনি কেটে বলছেন, রাজভবনের মাধ্যমে চিঠি না পাঠিয়ে কি রাজ্যপাল ভারতীয় ডাক বিভাগের উপর ভরসা রেখেছেন!

সারাদিনের সাসপেন্স শনিবার মধ্যরাতে দুখানা চিঠি পাঠিয়ে রহস্য জিইয়ে রাখেন আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর ছিল, রাত ১১টা ৪২ মিনিট নাগাদ দুটি চিঠি কেন্দ্রীয় সরকার এবং নবান্নে (Navanna) তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কাছে পাঠিয়েছেন রাজ্যপাল। মুখবন্ধ খামে পাঠানো সেই চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবশ্য কিছুই জানায়নি রাজভবন (Rajbhaban)। দিল্লিতে পাঠানো চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পরেই নবান্ন সূত্রে জানানো হয়েছে, কোনও চিঠি আসেনি।

আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে কোন্নগরে শ্রীঘরে প্রৌঢ়

মধ্যরাতে বড় কোনও পদক্ষেপ করতে পারেন- শনিবার রাজ্যপাল বোসের এই হুঁশিয়ারির পরেই রাজ্যজুড়ে বিপুল তোলপাড় হয়। এর জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) রীতিমতো “ভ্যাম্পায়ার’ লিখে টুইট করেন- যা নিয়ে রাজ্য রাজনীতি সারাদিনই ছিল সরগরম। মধ্যরাতের হুঁশিয়ারি দিয়ে গোটা রাজ্যকে সাসপেন্সে রেখেছিলেন রাজ্যপাল। এরপর শনিবার রাজভবনের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ও নবান্নের কাছে কোনও বার্তা পাঠিয়েছেন রাজ্যপাল। মুখবন্ধ খামে দুটি চিঠি গিয়েছে। তবে, তাতে কী লেখা রয়েছে তা স্পষ্ট হয়নি। অর্থাৎ সারাদিন যে রহস্য ছড়িয়ে রেখেছিলেন রাজ্যপাল সেটাই জিইয়ে রাখেন শনিবার মধ্যরাতেও। কিন্তু সেই চিঠি পায়নি নবান্ন। রহস্য়ের পত্রবোমা নিয়েই এখন দোলাচল।

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version