উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচানোই লক্ষ্য! রাজ্যপালের স্বৈ.রাচারি পদক্ষেপের বিরুদ্ধে ধর্নায় TMCP  

সোমবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামনে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। এদিন কলকাতা, বর্ধমান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ে অবস্থানে সামিল হন তৃণমূল ছাত্রপরিষদের নেতা এবং সমর্থকেরা।

বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্য (Vice Chancellor) নিয়োগ নিয়ে চরমে পৌঁছেছে রাজ্য বনাম রাজ্যপাল তরজা। এর মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে সরব তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে বিদ্যাসাগর উদ্যানের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের ছাত্র পরিষদের সমর্থকরা। এদিন দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত চলে ছাত্র পরিষদের ধর্না কর্মসূচি। রাজ্যপাল (Governor) রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার চক্রান্তের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছেন। রাজ্যপালের এমন স্বৈরাচারি পদক্ষেপের বিরুদ্ধেই প্রতিবাদ অবস্থানের প্রথম দিনেই গর্জে উঠল তৃণমূল ছাত্র পরিষদ।

সোমবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামনে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। এদিন কলকাতা, বর্ধমান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ে অবস্থানে সামিল হন তৃণমূল ছাত্রপরিষদের নেতা এবং সমর্থকেরা। শিক্ষাঙ্গনে রাজ্যপালের স্বৈরতন্ত্রের প্রতিবাদে গলা মেলান তাঁরা। সকাল সাড়ে দশটায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। ছিলেন তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার ও রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য সৈকত সিনহা।

উত্তরবঙ্গের মতই কলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনেও অবস্থানে বসেন ছাত্রনেতা-সহ বহু ছাত্রছাত্রী। এই অবস্থান কর্মসূচি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত।