Saturday, November 15, 2025

বাংলায় বিদেশি বিনিয়োগ: মাদ্রিদে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বাংলায় বিনিয়োগ আনতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব-নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার মাদ্রিদে স্পেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইনডিটেক্স গ্রুপ সহ একাধিক বিদেশি সংস্থার উপস্থিতিতে এই শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী বিশদে ব্যাখ্যা করলেন রাজ্যের শিল্পনীতি, প্যাকেজ, ইনসেনটিভের বিষয়ে। এদিনের বৈঠকে বাংলায় কারখানা করতে আগ্রহ প্রকাশ করেছে স্পেনের একাধিক সংস্থা।

বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে নাগাদ শিল্প বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। স্পেনের তরফে ইনডিটেক্স গ্রুপ সহ নানা বিদেশি ব্র্যান্ডের প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, প্রধান সচিব গৌতম স্যান্যাল। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বাংলার শিল্প পরিবেশ, শিল্পনীতি, প্যাকেজ, ইনসেনটিভ বিষয়ে বিস্তারিত জানান শিল্পপতিদের। একই সঙ্গে বলেন, “বাংলায় দক্ষ শ্রমিক আছে, পরিকাঠামোর অভাব নেই। আপনারা প্লিজ বাংলায় কিছু করুন, আমরা খুব খুশি হব। আপনাদের কাজ করতে যা যা প্রয়োজন, আমাদের জানালে আমরা তা তৈরি করে দেব। কোনও অসুবিধা হবে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি ৭ বারের সাংসদ (MP)ছিলাম। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলাম। সমস্ত কারখানায় লকআউট, ধর্মঘট (Strike) – এসব তুলে দিয়েছি। এখন আমাদের এখানে ধর্মঘট, বনধ শূন্যতে নামিয়ে এনেছি। বাংলার শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমাদের কর্মসূচি রয়েছে। এখানে প্রচুর দক্ষ শ্রমিক রয়েছেন। বিদেশ থেকে অর্থাৎ অস্ট্রেলিয়া, কানাডা থেকেও আমাদের শ্রমিকদের নিয়ে যায় কাজের জন্য। তাঁরা এতটাই দক্ষ। তাছাড়া বিদ্যুতের কোনও সমস্যা নেই। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পরিষেবা পাবেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব রয়েছে। বাংলায় আরো বেশি শিল্প আনতে চাই আমরা। শিল্প গড়ার সমস্ত রকম আদর্শ পরিবেশ রয়েছে আমাদের।”

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...
Exit mobile version