Sunday, August 24, 2025

জল নিয়ে বিস্তর সমস্যা! খবর পৌঁছতেই মানুষের দুয়ারে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

Date:

বিনা খরচায় আম্রুত প্রকল্পের (Amrut) পানীয় জলের পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে সরকার। এরই মধ্যে কিছু অসাধু চক্র সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে দেদারে টাকা নিচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবারই হুগলির (Hoogly) চুঁচুড়া (Chinsurah) পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেশকয়েকটি এলাকায় জলপরিষেবা পেতে সাধারণ মানুষকে টাকা দিতে হয়েছে বলে অভিযোগ। এমনই অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষজন। বৃহস্পতিবার হুগলি চুঁচুড়া পৌরসভার পুরপ্রধানের কানে অভিযোগের খবর গিয়ে পৌঁছয়। কিন্তু শুক্রবার সংবাদমাধ্যমে খবর পরিবেশন হতেই সকাল সকাল ওই এলাকায় উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)।

পাশাপাশি এদিন পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী বসু চ্যাটার্জি সহ জল দফতরের সিআইসি দিব্যেন্দু অধিকারী। এদিন বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি মানুষজনের অভাব অভিযোগের কথা শোনেন বিধায়ক। এরপরই রীতিমতো ক্ষিপ্ত হন বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি সরকারি প্রকল্পের টেন্ডার নেওয়া সংস্থার কর্মীদের রীতিমতো ধমক দিতে দেখা যায় বিধায়ককে।

এদিন বিধায়ক সাফ জানান, বিনা পয়সায় সরকারি জল পরিষেবার কথা সরকার ঘোষণা করেছে তা প্রত্যেক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। তবে এভাবে কিছু অসাধু মানুষজন এসব চক্র চালাচ্ছে। বিধায়ক আরও জানান, সাধারণ মানুষ ওপর প্রভাব খাটিয়ে টাকা নেওয়া কিছুতেই সমর্থনযোগ্য নয়। তবে এদিন সংস্থার ঠিকা কর্মীদের ধমক দেওয়ার পরই সাধারণ মানুষের টাকা ফেরত দিতে শুরু করে তারা। বিধায়ক সাফ জানান এভাবে টাকার বিনিময়ে সরকারি জল পাওয়ার কথা কোথাও বলা নেই।

 

 

 

 

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version