Wednesday, November 26, 2025

চাঁপদানির মুখার্জি বাড়ির ৩৫০ বছরের প্রাচীন দুর্গাপুজোয় সাম্প্র.দায়িক সম্প্রতির ছবি

Date:

Share post:

পুজোর বাকি মেরেকেটে মাস খানেক। বারোয়ারি পুজোর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গিয়েছে বনেদি বাড়ির দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতিও। হুগলির চাঁপদানির মুখার্জি গলির মুখার্জি বাড়ির (Mukherjee Bari Puja) পুজো প্রায় ৩৫০ বছরের প্রাচীন। বংশ পরম্পরায় এই এলাকাতেই বাস মুখার্জিদের। কলকাতায় ব্যবসা তাঁদের। মূলত বাঙালি এবং অবাঙালি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস চাঁপদানিতে। সেই কারণে মুখার্জি পরিবারের সদস্যরা ছাড়াও প্রতিমা নিয়ে আসা এবং পুজোয় অংশগ্রহণ করেন সব ধর্ম-সম্প্রদায়ের মানুষ।

সপ্তমীতে কলাবৌ স্নান করানোর জন্য গঙ্গায় যাওয়ার রীতি নেই এই বাড়িতে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে ১৪ রকমের নৈবেদ্য-সহ প্রত্যেকদিন পুজো দেওয়া হয় মা দশভূজাকে। একই সঙ্গে তিনদিন মাটির হাঁড়িতে ইলিশমাছের টক ভোগ হিসেবে পরিবেশন করা হয়। চালকুমড়ো বলি এই বাড়ির পুজোর অন্যতম রীতি। সন্ধি দুর্গাপুজোর (Durga Puja) সময় ১০৮টি প্রদীপ জ্বালিয়ে প্রতিমা বরণ করেন বাড়ির বউরা। বিজয়ার দিনেও বরণের অন্যরকম নিয়ম রয়েছে মুখার্জি বাড়িতে। এই পরিবারের যে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে তাঁরাই প্রথম বরণ করেন। তারপর বাড়ির বউরা বরণে অংশ নেন।

গঙ্গায় বিসর্জনের পর সন্ধেয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় পাল্টেছে। কাজের তাগিদে নানা জায়গায় স্থানান্তরিত হয়েছেন সদস্যরা। কিন্তু পুজোর এই চারদিন এখনও সকলে মিলিত হন। সকলের আর্থিক সহযোগিতায় পুজো হয় চাপদানির মুখার্জি গলির বাড়িতে।

spot_img

Related articles

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...

ট্রেনে উঠে গন্তব্য বদল! রাজ্যপালের গতি প্রকৃতিতে ফের প্রশ্ন

ট্রেনে আচমকা আলাপেই নিজের গন্তব্য বদলে ফেললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুর্শিদাবাদ সফরে নির্ধারিত পথ বদলে সোজা...

কমিশনে যাবে ১০ প্রতিনিধিই: ফের চিঠিতে জানালেন ডেরেক

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগে আজও পর্যন্ত কোনও পদক্ষেপই নেয়নি কমিশন। তাই এবার দিল্লিতেই কমিশনের দফতরে গিয়ে তৃণমূল...