চাঁপদানির মুখার্জি বাড়ির ৩৫০ বছরের প্রাচীন দুর্গাপুজোয় সাম্প্র.দায়িক সম্প্রতির ছবি

বিজয়ার দিনেও বরণের অন্যরকম নিয়ম রয়েছে মুখার্জি বাড়িতে। এই পরিবারের যে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে তাঁরাই প্রথম বরণ করেন। তারপর বাড়ির বউরা বরণে অংশ নেন।

পুজোর বাকি মেরেকেটে মাস খানেক। বারোয়ারি পুজোর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গিয়েছে বনেদি বাড়ির দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতিও। হুগলির চাঁপদানির মুখার্জি গলির মুখার্জি বাড়ির (Mukherjee Bari Puja) পুজো প্রায় ৩৫০ বছরের প্রাচীন। বংশ পরম্পরায় এই এলাকাতেই বাস মুখার্জিদের। কলকাতায় ব্যবসা তাঁদের। মূলত বাঙালি এবং অবাঙালি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস চাঁপদানিতে। সেই কারণে মুখার্জি পরিবারের সদস্যরা ছাড়াও প্রতিমা নিয়ে আসা এবং পুজোয় অংশগ্রহণ করেন সব ধর্ম-সম্প্রদায়ের মানুষ।

সপ্তমীতে কলাবৌ স্নান করানোর জন্য গঙ্গায় যাওয়ার রীতি নেই এই বাড়িতে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে ১৪ রকমের নৈবেদ্য-সহ প্রত্যেকদিন পুজো দেওয়া হয় মা দশভূজাকে। একই সঙ্গে তিনদিন মাটির হাঁড়িতে ইলিশমাছের টক ভোগ হিসেবে পরিবেশন করা হয়। চালকুমড়ো বলি এই বাড়ির পুজোর অন্যতম রীতি। সন্ধি দুর্গাপুজোর (Durga Puja) সময় ১০৮টি প্রদীপ জ্বালিয়ে প্রতিমা বরণ করেন বাড়ির বউরা। বিজয়ার দিনেও বরণের অন্যরকম নিয়ম রয়েছে মুখার্জি বাড়িতে। এই পরিবারের যে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে তাঁরাই প্রথম বরণ করেন। তারপর বাড়ির বউরা বরণে অংশ নেন।

গঙ্গায় বিসর্জনের পর সন্ধেয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় পাল্টেছে। কাজের তাগিদে নানা জায়গায় স্থানান্তরিত হয়েছেন সদস্যরা। কিন্তু পুজোর এই চারদিন এখনও সকলে মিলিত হন। সকলের আর্থিক সহযোগিতায় পুজো হয় চাপদানির মুখার্জি গলির বাড়িতে।