কলকাতা লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র কাছে ০-১ গোলে হারে মোহনবাগান। দশ জনের DHFC-কে অনেকটা সময় একা পেয়েও সুবিধা করতে পারল না বাস্তব রায়ের ছেলেরা। ম্যাচের শুরুতেই সুপ্রিয় পণ্ডিতের গোলে এগিয়ে যায়। আর এরপর গোলের দরজা খুলতে পারেনি সবুজ-মেরুন। ম্যাচ শেষ হয় ১-০ গোলে। আর এই জয় পরই দলকে শুভেচ্ছা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিন টুইটারে নিজের দল ডায়মন্ড হারবার এফসিকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “অবিশ্বাস্য বীরত্বের সঙ্গে ১০ জন খেলোয়াড় নিয়ে এক বিস্ময়কর পরিস্থিতিতে DHFC-এর অবিশ্বাস্য জয়। সকল খেলোয়াড়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আকাঙ্খার বাস্তবায়নে অনড় থাকার জন্য ধন্যবাদ। আমাদের এভাবেই নিরলসভাবে অগ্রসর হওয়াই হল মূল লক্ষ্য।”

Unbelievable triumph by DHFC that too with 10 players in an awe-inspiring exhibition of unabated prowess. Heartfelt gratitude to the boys and @lakibuteka for instilling an unyielding faith in the realization of our aspirations. Onward, upward, and forward we relentlessly march!💪🏻
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023
এদিকে মোহবাগান DHFC-র কাছে হারলেও সুপার সিক্সে ওঠা আটকাল না তার জন্য। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান। ইস্টবেঙ্গল ৩০ এবং মহমেডানের থেকে ২৯ কিছুটা পিছিয়ে থাকা অবস্থাতেই সুপার সিক্সে শুরু করতে চলেছে তারা। গ্রুপের পয়েন্ট সুপার সিক্সেও যোগ হবে।

আরও পড়ুন:লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া
