লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন টিম ইন্ডিয়া

এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন ভারত। রবিবার ফাইনালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পেল টিম ইন্ডিয়া। এশিয়া কাপ ফাইনালে লঙ্কানদের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল রোহিত শর্মারা। ম‍্যাচে দুরন্ত বোলিং মহম্মদ সিরাজের। একাই নিলেন ৬ উইকেট। এই জয় বিশ্বকাপের আগে অনেকটাই অক্সিজেন জোগাবে টিম ইন্ডিয়াকে।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা টসে জিতলেও ঘরের মাঠে বড় লজ্জার মুখে পরল শ্রীলঙ্কা। অতি বড় সমর্থকও বুঝতে পারেননি এমন অবস্থা হবে লঙ্কানদের। প্রথমে ব‍্যাট করতে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাত আনেন যশপ্রীত বুমরাহ। শূন‍্য রানেই আউট হন কুশল পেরেরা। উইকেটের পেছনে থাকা কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর লঙ্কানদের শিবিরে একের পর এক আঘাত আনেন মহম্মদ সিরাজ। চাপে পড়ে যেতেই একের পর ভুল শট খেলতে থাকেন। এর জেরেই একের পর এক উইকেট পড়তে থাকে। সিরাজ এক ওভারেই নিলেন চার উইকেট নেন। পরের ওভারে বল করতে এসে আবার উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

সিরাজের প্রথম উইকেট পথুম নিশাঙ্কা। তৃতীয় ওভারের প্রথম বলেই পথুম নিশাঙ্কা আউট হন। অফ স্ট্যাম্পের বাইরের বল শট খেলতে যান নিশাঙ্কা। উঠে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। ৪ বলে ২ রান করেই আউট হন নিশাঙ্কা। দ্বিতীয় বল ডট হলেও তৃতীয় বলে ফের উইকেট তুলে নেন সিরাজ। ভেতরের দিকে ঢুকে আসা বল সোজা সমরবিক্রমার পায়ে লাগে। আপিল করেন সিরাজ। আঙুল উচিয়ে আউটের নির্দেশ দিতে বেশি সময় নেননি আম্পায়ার। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। ০ রানেই ফেরেন লঙ্কান ব্যাটার। পরের বলেই আসালাঙ্কাকে ফেরান সিরাজ। ফুল বলে শট খেলতে চেষ্টা করেন আসালাঙ্কা। পয়েন্টে দাঁড়িয়ে ক্যাচ নিতে ভুল করেননি ইশান কিষাণ। পঞ্চম বলে চার মেরে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ওভারের শেষ বলে সিরাজ আউট করেন ডি সিলভাকে। কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। শূন‍্য রানে ফেরান শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকাকেও। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন কুশল মেন্ডিস। ১৭ রান করেন তিনি। কুশল মেন্ডিসেরও উইকেট নেন সিরাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। মাত্র ৬.১ বলেই জয় তুলে নেয় রোহিত বাহিনী। সৌজন্যে দুই ওপেনার ঈশান কিষাণ এবং শুভমন গিল। ২৩ রান অপরাজিত ঈশান। ২৭ রানে অপরাজিত গিল। এদিন ব‍্যাট হাতে নামতেই হলো না রোহিত-বিরাটদের।

আরও পড়ুন:কলকাতা লিগে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে DHFC’র কাছে ১-০ হার বাগানের

 

 

 

 

 

 

Previous articleনিজেকে ‘গরীবের ছেলে’ দাবি! লোকসভা নির্বাচনের আগে ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের উদ্বোধন মোদির
Next articleতপনের কলেজে অতিথি অধ্যাপক নিয়োগ বিতর্কে জল ঢালল তৃণমূল