কুর্মি আ.ন্দোলনের জের! বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বহু ট্রেন,রইল তালিকা

কুর্মি আন্দোলনের জেরে স্তব্ধ হতে চলেছে রেল চলাচল। ফলে ভোগান্তিতে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। সোমবার রাতে রেল কর্তৃপক্ষ এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে তোলা হয়েছে, আগামী ২০সেপ্টেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব শাখার বহু ট্রেন বাতিল করা হয়েছে।কী কী ট্রেন বাতিল রয়েছে, জেনে নিন-

আরও পড়ুনঃ‘ভারত সরকারের চরই কানাডায় ঢুকে খালিস্তানি নেতাকে খুন করেছে’, অভিযোগ ট্রুডোর! ক্ষু*ব্বধ ভারত

১)ভাগলপুর–রাঁচী বনাঞ্চল এক্সপ্রেস (১৩৪০৪)
২)গোড্ডা-টাটানগর এক্সপ্রেস (১৮১৮৬)।
এ ছাড়া ১৯ সেপ্টেম্বর রাতে ওই শাখার আরও ৭টি ট্রেন বাতিলের কথা উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেগুলি হল-
১)সেকেন্দরাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস (১৭০০৭),
২)কাটিহার-টাটানগর এক্সপ্রেস (২৮১৮২),
৩)লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস (২২৫১১),
৪)কামাখ্যা-রাঁচী এক্সপ্রেস (১৫৬৬২),
৫)গোরক্ষপুর-হাতিয়া মৌর্য এক্সপ্রেস (১৫০২৮),
৬)রাজেন্দ্রনগর-দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস (১৩২৮৮)
৭)রক্সৌল-সেকেন্দরাবাদ স্পেশাল এক্সপ্রেস (০৭০৫২)

Previous article‘ভারত সরকারের চরই কানাডায় ঢুকে খালিস্তানি নেতাকে খুন করেছে’, অভিযোগ ট্রুডোর! ক্ষু*ব্বধ ভারত
Next articleসংসদের বিশেষ অধিবেশন: মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়ালো তৃণমূল