Thursday, August 21, 2025

নোংরা ফেলা নিয়ে অশা*ন্তির জের!খাস কলকাতায় চলল গু*লি

Date:

Share post:

আবর্জনা কোথায় ফেলব? এই নিয়ে শুরু বাকবিতণ্ডা। তর্কাতর্কি এতটাই ঝাঁঝালো হয়ে ওঠে যে রাগের বশে গুলি চালান ফ্ল্যাটের এক বাসিন্দা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠপুরের একটি ফ্ল্যাটে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।ফ্ল্যাটের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুনঃ ফের রাজ্যে ডে.ঙ্গিতে বলি ২ আক্রান্তের
স্থানীয় সূত্রের খবর, সেখানকার একটি ফ্ল্যাটের বাসিন্দা আবর্জনা ফেলা নিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফ্ল্যাটের ওই বাসিন্দা। নোংরা ফেলার প্রতিবাদে রাগের বশে বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ফ্ল্যাটের ওই বাসিন্দা। তা নিয়ে প্রতিবাদ করলে স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে পর পর দু’বার গুলি চালান তিনি। যদিও গুলির আঘাতে কেউ জখম হননি বলেই খবর। এই ঘটনার পর পরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত ওই ফ্ল্যাটটি পুলিশি ঘেরাটোপের মধ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয়েরা। বাসিন্দার কাছে বন্দুক কী ভাবে এল, বন্দুকের উপযুক্ত লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ফ্ল্যাটের ওই বাসিন্দাকে নিয়ে স্থানীয়দের অভিযোগ, তাঁর গাড়িতে ‘প্রেস’ এবং ‘পুলিশ’-এর স্টিকার রয়েছে। তাঁর আসল পরিচয় নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন স্থানীয়েরা। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘গ্যারাজে গাড়ি রাখা থাকে ওঁর। তখন দেখেছি গাড়িতে পুলিশেরও স্টিকার রয়েছে। প্রেসেরও স্টিকার লাগানো রয়েছে।’’

spot_img

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...