অরিজিতের বাড়িতে বাদশা! মধ্যরাতে মুর্শিদাবাদের অবাক কাণ্ড

বাদশার মাথায় টুপি, কালো টি-শার্ট ও হাফ প্যান্ট, অন্যদিকে সাদা বা কোনও হালকা রঙের টি-শার্টে দেখা গিয়েছিল অরিজিৎকে।

বলিউডের সুপারস্টার সিঙ্গার অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই ছাপোষা জীবন কাটাতে ভালবাসেন। কাজের প্রয়োজনটুকু ছাড়া খুব একটা অন্য শহরে থাকেন না। নিজের জন্মস্থানেই নানা রকমের কর্মকাণ্ডের মধ্যে দেখা যায় তাঁকে। এবার অরিজিতের জিয়াগঞ্জের (Jiyagunj) বাড়িতে আচমকা হাজির বাদশা (Badhshah)। দুই তারকা মিলে মধ্যরাতে একেবারে চমকে দিলেন সকলকে। বুধবার দিনভর বৃষ্টির পরে রাতে অরিজিতের সঙ্গে ব়্যাপার বাদশা (Arijit and Badhshah) ঘুরে দেখলেন মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জ শহর। দুই তারকার এহেন কাণ্ড রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বই ছেড়ে মুর্শিদাবাদে গায়ক বাদশা। বুধবার দুপুরে একসঙ্গে মধ্যাহ্নভোজন করেন। একটু বৃষ্টি ধরতেই অরিজিৎ নিজের বন্ধুদের সঙ্গে আলাপ করাতে নিয়ে যান বাদশাকে। বাংলার গায়কের প্রিয় শিবতলার ঘাটে মুম্বইয়ের গায়ক চা খান। অরিজিতের স্কুটির সঙ্গে পাল্লা দিয়ে অপর স্কুটিতে বাদশাকে এভাবে দেখতে পাওয়া যাবে এমনটা কেউ আশা করেননি। বাদশার মাথায় টুপি, কালো টি-শার্ট ও হাফ প্যান্ট, অন্যদিকে সাদা বা কোনও হালকা রঙের টি-শার্টে দেখা গিয়েছিল অরিজিৎকে। ঘটনা মুহূর্তে ফ্রেমবন্দি হয়। জানা গিয়েছে দুজনের যুগলবন্দি আসতে চলেছে। অরিজিতের ষ্টুডিওতে গিয়ে একসঙ্গে সুরও মিলিয়েছেন তাঁরা।