Tuesday, November 25, 2025

রাশিয়া-ইউক্রেন যু.দ্ধের পরিণতি কী? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ভারতের   

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) ইস্যুতে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (United Nations Security Council) ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলল ভারত (India)। সম্প্রতি নিরাপত্তা পরিষদে আলোচনা চলাকালীন বক্তব্য রাখেন ভারতের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি (পশ্চিম) সঞ্জয় ভার্মা (Sanjay Verma)। তিনি প্রশ্ন তোলেন, এই সময় নিজেদের দুটো প্রশ্ন করতে হবে। প্রথমত, এই সমস্যার কী কোনও সমাধান আছে? আর যদি তা নাই থাকে, সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কেন এই সংকটের মোকাবিলা করতে পারল না? এরপরই বিদেশ মন্ত্রকের সেক্রেটারি প্রশ্ন তোলেন, রাষ্ট্রসংঘের অন্যতম শক্তিশালী অঙ্গ এই নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখাই এই পরিষদের প্রধান কাজ। তাদের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন সঞ্জয় ভার্মা।

তবে এদিন শুধু নিরাপত্তা পরিষদের ভূমিকাই নয়, আগ্রাসন থামিয়ে শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করার কথাও বলেছেন ভারতের প্রতিনিধি। তিনি স্পষ্ট ভাষায় রাষ্ট্রসংঘের সংস্কারও দাবি করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রাষ্ট্রসংঘের মঞ্চেও ফের সেই বিষয়টি তুলে ধরেন আধিকারিক। এদিন সঞ্জয় ভার্মা জানান, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত যথেষ্ট চিন্তিত। অবিলম্বে হিংসা থামিয়ে কূটনৈতিক আলোচনা শুরু হোক, এটাই আবেদন।

এদিকে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ভারতকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হচ্ছে। কিন্তু চিনের বিরোধিতায় তা সম্ভব হয়ে ওঠেনি। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরে উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাষ্ট্রসংঘের কাঠামোর আমূল পরিবর্তনের দাবি জানিয়েছে ভারত।

 

 

 

 

spot_img

Related articles

টেস্টে গুরু গম্ভীরকে নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে, বিকল্প হতে পারেন কারা?

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে হারের পর গুয়াহাটিতেও প্রবল চাপের মুখে ভারত। শুধু বিদেশের মাঠে নয় গৌতম...

মমতার একের পর এক পত্রাঘাত! তৃণমূল সুপ্রিমোর ঠিকানায় জবাবি চিঠি নির্বাচন কমিশনের

SIR নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস...

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার মমতার

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব- বনগাঁয় SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর...