Saturday, December 20, 2025

মুখ্যমন্ত্রীর উদ্যোগ, বাজারে তন্তুজের ৬ অভিনব নামের নয়া ডিজাইনের শাড়ি

Date:

Share post:

দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। বিকিকিনি চলছে পুরোদমে। পুজোর মুখে ক্রেতা টানতে বাজারে ৬ রকমের নতুন ডিজাইনে শাড়ি এনেছে তন্তুজ (Tantuja)। শুধু নতুন নকশাই নয়, প্রতিটি শাড়ির আলাদা আলাদা নামও রয়েছে। স্বপ্নিল, বনবালা, মুক্ত বিহঙ্গ, সহচরী, চতুরঙ্গ, বলাকা। বাজারে আসা মাত্র শাড়িগুলি হট কেকের মত বিক্রি হচ্ছে।

রাজ্যের মন্ত্রী তথা তন্তুজর স্পেশ্যাল অফিসার স্বপন দেবনাথ (Swapan Debnath) শাড়িগুলির নামকরণ করেছেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তখন রাজ্য সরকারের সংস্থা তন্তুশ্রী উঠে গিয়েছে। তন্তুজ ধুঁকছে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগেই বাংলার তাঁতশিল্পে বিপ্লব এসেছে। চাঙ্গা হয়েছে তাঁত ও তাঁতি। মুখ্যমন্ত্রী নেতৃত্বেই বাংলার তাঁতের শাড়ি, বাংলার নকশার খ্যাতি রাজ্যে ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দুনিয়াজুড়ে।

নজরকাড়া রঙের জমি, নকশা পাড় আর মনোহর ডিজাইনের জন্যই বাজার মাতাচ্ছে নয়া এই ৬ রকমের শাড়িগুলি। কলকাতার সল্টলেকে তন্তুজের ডিজাইন সেন্টারে ৬টি শাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। শুরু হয়েছে রাজ্যের অন্যান্য প্রান্ত ও ভিনরাজ্যের তন্তুজর বিভিন্ন শো-রুমে পাঠানো।

আরও পড়ুন: অপহৃ.ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্র! শুরু পুলিশি তদন্ত

প্রতি বছরই উৎসবের মরশুমে নতুন ভাবনার ডিজাইন, নকশার শাড়ি আমদানি করে বাজার মাতায় তন্তুজ। এবারের নয়া নিবেদন বাংলার তাঁতশিল্পীদের হস্তচালিত তাঁতে বোনা নকশাপাড়ের এই ৬টি সুতির শাড়ি। শাড়িগুলি রঙ ও ডিজাইনের বৈচিত্র্যে একে অন্যকে টেক্কা দিচ্ছে। সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে শাড়িগুলির দাম ঠিক করা হয়েছে। নীল রঙের উপর নকশা পাড়ের স্বপ্নিল, হলুদ রঙের সহচরী, গোলাপি রঙের উপর সুতোর কাজ করা মুক্ত বিহঙ্গ, সাদা রঙের জমির উপর বোনা বনবালা আর দাবার গুটি থাকা চতুরঙ্গ।

তন্তুজর প্রোকিওরমেন্ট অফিসার অরূপ অধিকারী জানান, প্রতিবছরই তন্তুজর শাড়িতে নতুন চমক থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই মিহি সুতো দিয়ে তাঁতে বোনা নকশাপাড়ের সুতির শাড়িগুলি বানানো হয়েছে। স্বপ্নিল, বনবালা, মুক্ত বিহঙ্গ, সহচরী, চতুরঙ্গ, বলাকা স্বপন দেবনাথের (Swapan Debnath) আবেদন, দুর্গোৎসবের পঞ্চমী থেকে দশমী ৬ দিনে তন্তুজর ৬টি শাড়ি পরুন। বাংলার তাঁত আর তাঁতিদের অক্সিজেন জোগান। এই শাড়িগুলির পাশাপাশি তন্তুজের অন্যান্য বাজার চলতি শাড়িগুলিও বিভিন্ন শো-রুমে থাকছে।

 

 

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...