এশিয়ান গেমসের আনুষ্ঠানিক ঘোষণার দিনই পদক ভারতের ঝুলিতে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলসের টিম ইভেন্টে রুপো পেল ভারত। মেহুলি ঘোষের পাশাপাশি ভারতীয় দলের সদস্যা ছিলেন রমিতা, ঐশী চৌকসি। মেহুলিদের পর তিনটি পদক এসেছে রোয়িংয়ে। রোয়িংয়ে লাইটওয়েট মেনস ডবলস স্কালস ইভেন্টে রূপো জেতেন ভারতের অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং। রোয়িংয়ের কক্সলেস পেয়ারে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের বাবুলাল যাদব এবং লেখ রাম। রোয়িংয়েই কক্স এইটে ভারতীয় দল জিতেছে রুপোর পদক। এদিকে এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

চারটি পদকের পাশাপাশি ক্রিকেটেও একটি পদক নিশ্চিত করে ফেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গিয়েছেন স্মৃতি মান্ধনারা। এদিন বাংলাদেশকে মাত্র ৫১ রানে অল-আউট করে দেন ভারতীয় বোলাররা। ভারতের হয়ে চার উইকেট পুজা বস্ত্রকারের। ৫২ রানের সেই টার্গেট ভারত পূরণ করে ফেলে মাত্র ৮.২ ওভারেই। ২৭ সেপ্টেম্বর ফাইনালে সোনাজয়ের লক্ষ্যে নামছে ভারতীয় ক্রিকেট দল।


এদিন প্রত্যাশা মতোই শুটিংয়ের প্রথম ইভেন্ট থেকেই পদক জয় শুরু করে ভারতীয়েরা। যে জয়ে আবদান থাকল বাংলার মেহুলি ঘোষের। মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন ভারতীয়েরা। দলে বাংলার মেহুলি ছাড়াও ছিলেন রমিতা জিন্দল এবং আশি চৌকশে। এই ইভেন্টে সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৮৯৬.৬। দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় দলের পয়েন্ট ১৮৮৬। ব্রোঞ্জ পেয়েছে মঙ্গোলিয়া। তাদের পয়েন্ট ১৮৮০।

আরও পড়ুন:জয় দিয়ে আইএসএল-এর অভিযান শুরু মোহনবাগানের

