তাজ বেঙ্গলে মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধিবেশনে চাঁদের হাট

রবিবার কলকাতার তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হল মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধিবেশন। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিসিআই সভাপতি, শ্রী নমিত বাজোরিয়া, ডাঃ. স্কন্দ বালি, শ্রী নির্মল আগরওয়াল, শ্রীমতী দময়ন্তী মুখার্জি, শ্রীমতী সঞ্জুক্তা পোদ্দার, স্মরণিকা ত্রিপাঠী, শ্রী সিমারপ্রীত সিং, ডিরেক্টর, জেআইএস গ্রুপ, শ্রী সুনীল আগরওয়াল, শ্রী অলোক শর্মার মতন ব্যাক্তিরা। এই অধিবেশনের লক্ষ্য একটি গতিশীল শিক্ষামূলক পরিবেশের মুখে অভিভাবকরা যে বিভিন্ন বাধার সম্মুখীন হন তা অন্বেষণ করা।

আরও পড়ুন- র‌্যা.গিংয়ের শি.কার খোদ উপাচার্য ! রাজ্য সরকারের দ্বারস্থ বুদ্ধদেব সাউ