Friday, December 5, 2025

এশিয়ান গেমসে ইতিহাস, টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভে.ঙে দিল নেপাল

Date:

Share post:

এশিয়ান গেমসে টি-২০ ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙে দিল নেপাল । দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সেইসঙ্গে এক ম্যাচে সর্বোচ্চ স্কোর । মোট তিনটি রেকর্ড ভেঙে দিয়েছেন নেপালের ব্যাটাররা । রোহিত শর্মা, যুবরাজ সিংকেও ছাড়িয়ে গিয়েছেন কুশল মল্ল, দীপেন্দ্র সিং-রা ।এদিন, টি-২০ পুরুষদের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করে নেপাল । যা, বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে এর আগে কোনও ম্যাচে ৩০০ রান হয়নি। এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল আফগানিস্তানের ঝুলিতে । সেই রেকর্ড এবার ভেঙে গেল ।

একইসঙ্গে, টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিংহ ঐরি । বিশ্বকাপে যুবরাজ সিংহের রেকর্ড ভেঙে ফেললেন তিনি । শতরানের রেকর্ডও হয়েছে একই ম্যাচে । কুশল মল্ল শতরান করে রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড ভেঙে ফেলেছে ।

নেপালের হয়ে শতরানের ইনিংস খেলেন কুশল। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে শতরান করেন কুশল। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ বলে শতরান ছিল ভারতের রোহিত ও দক্ষিণ আফ্রিকার মিলারের দখলে। ২০১৭ সালে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ও মিলার বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়েছিলেন। শেষ পর্যন্ত ৫০ বলে ১৩৭ রান করেন কুশল। ৮টি চার ও ১২টি ছক্কা মারেন তিনি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নজির গড়েন দীপেন্দ্র। প্রথম বল থেকেই চালিয়ে খেলেন তিনি। মাত্র ৯ বলেই ৫০ রান পূর্ণ করেন নেপালের ব্যাটার। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলের মধ্যে ৮টি বলে ছক্কা মারেন দীপেন্দ্র।

 

 

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...