অসু.স্থ বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, ডে.ঙ্গি আ.ক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি!

ডেঙ্গি (Dengue) নিয়ে কড়া পদক্ষেপ করছে নবান্ন (Nabanna)। জেলায় জেলায় পৌঁছে গেছে নতুন নির্দেশিকা। নাগরিক মহলের পাশাপাশি চিন্তায় কলকাতা পুরনিগম। এরইমধ্যে এবার ডেঙ্গির (Dengue) কবলে পড়লেন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। বেশ কিছুদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) তরফে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার মাঝেই খোদ বিধায়ক ডেঙ্গি আক্রান্ত হলেন। আপাতত ভয়ের কিছু নেই। প্রয়োজন মতো চিকিৎসা শুরু হয়েছে বলে তাপস চট্টোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর।

Previous articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম 
Next articleসা.পের কা.মড় থেকে প্রাণ বাঁচাবে স্মার্টফোন!