এ যেন এক কথায় রক্ষকই ভক্ষক। এবার পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করলেন মহিলা। বাসুদেবপুর থানার (Basudebpur Police Station) অন্তর্গত লক্ষ্মীনারায়ণ ক্লাবের মাঠ এলাকার বাসিন্দা ওই মহিলা সংশ্লিষ্ট থানার কর্মরত সাব ইন্সপেক্টর সঞ্জীব সেনের (Sub Inspector Sanjib Sen) বিরুদ্ধে টাকা ফেরত দেওয়ার নামে ধর্ষণ এবং অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকির অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিত জানান যে গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে গোপাল ঘোষ নামে জনৈক ব্যক্তি তাঁর থেকে ১০ লক্ষ টাকা ধার নেন৷ সময় মতো টাকা ফেরত না পাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন৷ সেই সময় বাসুদেবপুর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর সঞ্জীব সেন টাকা পাইয়ে দেওয়ার জন্য তাঁকে কিছু টাকা দিতে হবে বলে অনৈতিক দাবি করেন৷ অসহায় সেই মহিলা পুলিশ কর্মীকে অনলাইনে কিছু টাকা পাঠান। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে বলে জানা যায়। তারপরই বাড়ে ঘনিষ্ঠতা। দুজনের শারীরিক সম্পর্কের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ওই সাব-ইন্সপেক্টর বলে অভিযোগ। এখানেই শেষ নয় ,এরপর ভিডিও ভাইরাল করে দেওয়ার নামে ওই মহিলাকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করা হয়। এরপরই বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। সাব-ইন্সপেক্টর সঞ্জীব সেনের বিরুদ্ধে ৩৭৬, ৪১৭ , ৪২০ ও ৫০৬ এর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
