প্রথম আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব নিয়ে উন্মাদনা তুঙ্গে

এখানে ৫টি দেশ তথা ভারত,বাংলাদেশ, চিন, আমেরিকা, জার্মানির  মোট ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পুজোর মুখে  ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর
বিধাননগর ফিল্ম সোসাইটি দ্বারা প্রথম আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব ২০২৩ অনুষ্ঠিত হবে।এখানে ৫টি দেশ তথা ভারত,বাংলাদেশ, চিন, আমেরিকা, জার্মানির  মোট ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র,সব্যসাচী দত্ত , সুবর্ণ রায়, সভাপতি সুভেন রাহা,অভিনেতা সোহেল দত্ত, প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই চলচ্চিত্র উৎসবটি পাঁচদিনব্যাপী প্রদর্শিত হবে।

 

Previous articleবেঙ্গালুরুর বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের
Next article‘পথচলার’ পাশে মার্লিন আই অ্যাম কোলকাতা